কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৪ মে, ২০২১

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৬


ধাবমান ক্ষত

 

হৃদয়ের রক্তক্ষরণ চোখের জলে  ভেসে ওঠে।

প্রতিটা  ক্ষত ধেয়ে যেতে চায় সমুদ্রের দিকে।

প্রচণ্ড দাবদাহ। হে বৃষ্টি নেমে এসো পৃথিবীতে।

চোখের জল মিলনের জন্য উদগ্রীব হয়ে আছে।

 

 সঙ্গমে যেন ভেসে যায়... হৃদয়ের সব ক্ষত, সমুদ্রের পানে।

 

নিষিদ্ধ জীবন

 

যে আতঙ্কের আর্তনাদ মুখ দিয়ে বেরোতে পারে না তা যেন বুকে দাগ কেটে বসে যায়!

শব্দগুলো তাকিয়ে থাকে একে অপরের দিকে। এই

স্তব্ধতার মধ্যে দিয়েই হয়তো শেষ হবে অপঘাত!

 

পদ্মপাতার জলের মতো বিশ্বাসঘাতক অনিত্য জীবন। কী আপ্রাণ চেষ্টা, কত ক্লান্ত প্রয়াস!

 

তবুও জীবন চলে নিজের মতন কোনো বাধা না মেনে!

 

প্রথম প্রেম

 

জল যেন স্বপ্নমাখা, তাই

খুঁজে ফিরি প্রথম প্রেম!

 

শুধু সেই জানে

চোখের জলের ইতিহাস!

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন