কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

জয়া ঘটক



যাত্রা 

যেতে পারি। কিন্তু কেন যাবো?

বিবেকহীন সমাজের  ভিত নাড়িয়ে দিয়ে তবে যাবো। 

ইতিহাস না হতেই
বা পারলাম। ইতিহাসে যারা 
স্থান নেবে, তাদের জায়গা
পরিস্কার করে তবেই যাবো।


স্বরাজ

কী এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। ধর্ম আর ভাষার মধ্যে হারিয়ে
যাচ্ছে মানুষ। দেশপ্রেম এখন সস্তা হিন্দি সিনেমার গুন্ডামি আর ডায়লগে পরিণত হয়েছে।

আমি পাথরের মতো বসে থাকি। নিস্তব্ধ, নিথর। ভেবে
পাইনা কী করবো , কোথায় যাবো? 

রাস্তা খুঁজে পাই না। অনুশাসন আর কাজ দেয় না। শান্তি আর শাস্তির মধ্যে তফাৎ খুঁজে
পাই না। তাই হাঁটি। হাঁটতে হাঁটতে যদি নতুন পথের সন্ধান পাই।


বসন্ত 

ধুলোর দলছুট দৌড়
পলাশের রঙে হৃদয়
হলো লাল...

মনের মাঝে নুপুরের
রিনিঝিনি...

শোনো 
বসন্ত এসে গেছে...





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন