কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

প্রদীপ চক্রবর্তী




পুনশ্চের রঙ   


(এক)  

অস্পষ্ট | সেই খেলা করছে | সেই আমার অত্যন্ত প্রিয় একটা পাখি শিকারের দাগ | দাগ না ব্যাধ?
ছায়ার রক্ত মেখে নিসর্গের কাছে গিয়ে তুমি বলছো...
                   অসাধারণ...

এই চিলেকোঠায় গুপ্ত সমাচার নিয়ে এলো |
দু'ঠোঁটঅলা পাখি |
ঠোঁটে তখনো মাছের মুড়ো, ধানের কুঁড়ো বা কালো গাইয়ের দু’ফোঁটা দুধের দাগ|
ভাঙতে ভাঙতে  অন্ধকারলাগা আদিম মায়া-ঋণ |
ওইতো একটা সাদা কাগজ | কলমটা দাও | 
পিপাসা আর খেয়া উথলে ওঠা |
                                             রাতচৌকিদার...

অস্পষ্ট | সঙ্গতা অবরুদ্ধ | দেওয়ালটা দাঁড়িয়ে |
মৃত্যু পুনঃপুন | 
হপ্তাভোর | বিদ্যুৎ এই ঘূর্ণন | 
দুধের প্রসঙ্গটি মানুষ মেশানো জল |
বৃষ্টিফোঁটা | আর বুদ্বুদ | আর ব্যাধ |
 অতঃপর ভাঙবে |
হরিৎ বনের হিতৈষী...


(দুই)  

বাকি আধখানা মনসিজ | মাঝে সর্ব সমতল |
অতল শ্যামসুন্দর |

সমস্ত কশেরুকার ভাঁজে ভাঁজে মেয়েটি 
                                                জিভ বদলায় |
ভাষাটুকু গায়ে মেখে | ঝরা অপরূপ |
শস্যে এই সমীপে |
হারানো  চমৎকৃত পাখি শিকার |
এখন তার অদৃশ্য কেশর |
দেহ  :  শ্রেণীচরিত্রহীন  
ব্যক্তি  :  নামহীন...
ঘোড়ার সংকেতমালা | অর্ধগতিহীনতায় মাটি আঁকড়ে |
শূন্যশ্রয়ী | বাকি আধখানা | চেষ্টার বিকল্প |
 নিগ্রহকারীদের বাৎসল্যে স্বাগত...


(তিন)  

স্ববিরোধী, স্বপ্নেও  | পুনর্লিখিত দৃশ্য চাহনিতে দুর্গের  দ্বিপ্রহর  | মহলের পর মহল | স্তব্ধ - থাম |
অলিন্দের  ঘোড়াটা | জঙ্গলে এক নিসঙ্গী ভুলভুলাইয়া | নিজস্ব নির্ভার থেকে ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছ | নিশাচর মাতৃগর্ভের বৃত্তটি অলিগলি | বেগম আখতার | হারানো হেমন্তিকার সৈন্যবাহিনী ভরে গেছে | বল্মীকে | গান নয় | বনখুন নয় | অতিরিক্ত দৃশ্য নয় | ঘুষঘুষে জ্বর নয় | স্ববিরোধ ইন্দ্রিয়গ্রামে ঈষৎ বিরতি নয় |

সঙ্গম করি | মূলবিহীন সমস্ত উপাঙ্গ ছড়িয়ে | বীর্যের খ্যাপা জাগে | পারমাণবিক গুণে ব্যোম চিৎ হয়ে আকাশ দ্যাখে | মন্থর প্রহেলিকাময় নিজের টুঁটি চেপে প্রাণপণে | হাঁপাচ্ছি | বিন্দু বিন্দু স্বেদ | বিন্দুর ওপর লম্ব হয়ে হারিয়ে যাচ্ছি ক্রমে...

যেমন হয় বাঘের চ্যুত...


(চার)  

এসো | বসো | উঠে দাঁড়াও |
পথিক | শুধু মানুষ | গেরস্থালি |
প্রশ্বাসপিপাসী মাছ | নদীও | ডুবছায়া |
তোমার দুদু উঠতে গিয়ে থিরথির |
ওঠো | কাগুজে বাঘের মতো | আমি |
কার্ণিশে একটুকরো | আটপহরের | রোদ |
তুমি | দেহবিশিষ্ট | ক্যানভাস |
জ্যান্ত | শব্দটুকু | লাবডব | লাবডব | লাবডব |
এসো | অপচয় করি | সম্পাত বিন্দু |
বিভাজিকা | না, বর্গীকৃত?
পৃথিবীর অয়ন চলন চ থামিয়ে দিই |
সাতাশটি চান্দ্রমাস | ভান ও ভণিতা | 
রাক্ষস ব্যূহ | স্তনান্তরে | বিজন | 
বেনেবউ দুটো | 
এপার ওপার | মিউটিনি | দেহকান্ড | মূর্ধাহীন |
রক্তে পেতেছি মিষ্টি বাঘিনী |
রক্তের গ্রূপ মোহনলাল  | 


1 কমেন্টস্: