কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

সোনালি বেগম




জাদু


করুণা, অহিংসা সেবায় দোদুল্যমান ভবসাগর।
নৌকায় জনজীবন, জলজ উদ্ভিদ ছুঁয়ে ছলাৎ ছলাৎ...
প্রতারিত সময়, সংকোচ আর ডিমান্ড –––
হ্যাপিনেস ফুলের বিছানায় পজিটিভ স্বপ্ন হয়ে
ঝরে। উদাস বাতাসে তখন খুশির ঝরনাধারা।
লটারি-র হারজিত খেলায় মেতে ওঠে ময়ূরের
পেখম। বাদলবৃষ্টির দিনে ভিজে যাওয়া মাটির
স্পর্শিত অনুভব। তখন মোনালিসা হয়ে ওঠে
মৃদু হাসির জাদুর ছোঁয়া সন্ধের আলো-আঁধারে।



সৃজন


সৃজন। আনন্দোৎসবঅঙ্কুরিত আন্তরিক যাত্রায়
মহামিলন। গরমের অন্তিম চরণ।
এসো, গ্রহ-গ্রহান্তরে দেখে নিই ঘনঘোর বর্ষা।
ফুলের তোড়ায় ঝিলমিল জলকণা। সন্তরণরত
হাসিকান্নাযত্নবান সময় নিয়ে দেশ-দেশান্তর
ভ্রমণ। ডানায় ঝলমল মুহূর্ত, উপভোগ্য তরী।

পরিবর্তন অস্তিত্বের গান গেয়ে উঠছে, সবুজ
পাতায় প্রতিফলিত ব্রহ্মান্ড বটবৃক্ষের ঝুরি জড়িয়ে
ধরছে...



বরফ-বৃষ্টি


শীতের সকালে উদ্বেলিত রক্তদান-শিবির।
রেলওয়ে ট্র্যাক্ ক্রস্ করার সময় ট্রেন এসে
গেল। প্রশ্নচিহ্ন বুকে দাঁড়িয়ে হাপুড় স্টেশন।
সার্চলাইট খুঁজছে সুরক্ষার কাঁটাতার।
বিক্ষিপ্ত ইলেকট্রনিক আর প্লাস্টিক আবর্জনার
স্তূপ। স্তম্ভিত ভূ-বিজ্ঞান। এসো, পৃথিবীর শুশ্রুষা
করি।
উপগ্রহ লঞ্চ হচ্ছে...
ঠান্ডা হাওয়ায় দোল খেয়ে ঝরছে বরফ-বৃষ্টি
জমে উঠছে আরও একটি নতুন বছর –––



     
   



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন