কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

প্রণব বসুরায়




যাব ফুলগাঁয়ে

আজ এত ঘুম কেন
দুচোখ পাতায় বুঝি পারদ নেমেছে?
সামান্য তোষকের কোলাহল আর বালিশ-নৈকট্য
অল্প হলেও কিছুটা দূরেই সরায়...
একাকি এসময়ে হোম করি, আয়োজন সারি
পূর্ণ আহুতির--
বাল্যের বন্ধু ঝিলের ওপার থেকে ডাকে – শব্দহীন উচ্চারণে
পদ্ম দেখায়, তার হাতে উড়ন-বেলুন।
ক্লোরোফর্ম ভেসে আসে হঠাৎ হাওয়ায়
বলি তাকে -- যাব, যাব
তার আগে একবার ঘুরে আসি ফুলগাঁয়ে...

ম্যাপ দেখি, কম্পাস হাতড়াই
কতটা দূরত্ব তার, এভাবে বুঝি না


অপরিচয়

পরিচয় দেবার মতো ছিল না কিছুই
আমার ঘরের মুখ পশ্চিমে, হোগলার চাল
ভেতরে তৈজষ নেই ঘূণলাগা কাঠে ছিন্নশয্যা
--
কিন্তু একথা কাউকে বলার নয় -- কেননা
এই দৃশ্য সর্বজনীন হয় না কখনো

এইস্থান বুনোবাঘের গন্ধে ভরপুর
কস্তুরী খোঁজে মৃগদল
যথেচ্ছ ভ্রমণ সারে সম্বর-দম্পতি
তাদের আড়াল করে আরণ্যক-মেঘ...
শ্রান্ত হলে, এদের জন্যেই খুলে রাখি অবাক জলাধার

আমাদের সময় হলো নদীতে নামার
সাঁতরে পেরোতে হবে কাছের পাহাড়


সংলাপ বিনিময়

স্বয়ংক্রিয় প্রণালীতে সব কিছু ধোলাই হয়ে যাচ্ছে
রাত হাঁটছে, দিন হাঁটছে
আমরা বসে থেকেও চলে যাচ্ছি ঋতু থেকে অন্য ঋতুতে
চাঁদ আংশিক সঙ্গ দ্যায়
নদী ও পাহাড় যেন পাহারায়

আমরা ততটা মরুভূমি দেখি নি
রুক্ষ মাটিতে পাথুরে কয়লায় রান্না
আশ্চর্য কৌশলে পরমান্ন হয়ে ওঠে--

আমাদের বই প্রকাশের দিন সাদামাটা
খুব চুপচাপ, শুধু
কৃষ্ণচূড়া আর রাধাচূড়ায়
কিছু সংলাপ বিনিময় ঘটে যাবে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন