কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

শ্রাবণী সিংহ




রঙিন মানুষের কোলাজে

ইচ্ছে হয় ভেঙে ফেলি-
সমস্ত পরিভাষা
ট্যাবু ও টোটেম
ছুৎ মার্গের গলি ছেড়ে ছুটে যাই রাজপথে রঙিন  মানুষের কোলাজে ... 
মদ-গাঁজার গন্ধ, বিচ্ছিরি
নিয়ন ঘাসে
ভাঙা মদ্যপের  সোরাহি 
টুকরো টুকরো বিলাপ, মনোবেদনা
প্রতিটি মুহূর্ত্ত যেন পলাতক প্রজাপতি!
প্রার্থনা ও ঈশ্বরের মধ্যে
কে কাকে কতটা নিঃস্ব করে গেল জানে শুধু 
                             রাতের সরাইখানা।


যতিচিহ্নের ভুলে

অতএব
ফুলস্টপে না-বলা শব্দটিই অর্ধেক জীবন।
অধিবৃত্ত আঁকছে যারা ,
বৃত্তকে এক বিন্দুতে মেলাতে না পেরে।

মুঠোয় ভাগ্যরেখা , তবু ভাগ্যকে কি করে ফেরাতে হয় জানি না।
বিড়ালের ভাগ্যে শিঁকে ছেঁড়া উঠে গেছে কবেই।
যতিচিহ্নের ভুলে এলোমেলো হেঁটে যাই কত 
বান্ধবহীন নির্জনতায়...

নীল ধনেখালি নদীর সীমানা।
জানি না কোনো ভুল পথে আজও  চলে যাব কি না।


ইতি কবিতা

)

নেপথ্যে সেজে উঠছে হেমন্তের হিম বাগান--
আমি তো চাইছিলাম সিঁড়ির ঘরেও আলো জ্বলুক
অথচ  গোটা ছাদটাই কেমন  উড়ে গেল
ল্যাজকাটা ঘুড়ির পেছনে।
বকখালির সমুদ্র ফেলে এসেছ যেদিন মধুচন্দ্রিমায়।

)

অপশনের খাতায় লিখি  ‘ইতি কবিতা’
যেভাবে মোচড় দেয় গদ্যময় শব্দেরা
           কালি ও কলমের আঁচড়ে।
লালাবন্দী  জমাট বাঁধে কড়াপাক কিছু কথা!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন