কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

সুবীর ঘোষ

ছোট প্রাণ, ছোট ব্যথা

বারান্দায় সুন্দর হাওয়া মন্দিরা বলল, এখানেই চা-টা নিয়ে আসিবিকেলের চামিষ্টি হাওয়ামনের মধ্যে উতল অনুভবএরকম পরিবেশ পেলে আমি নিজেকে হারিয়ে ফেলিমানে এই আমিকে ফেলে অনেক আগেকার প্রায় ভুলে যাওয়া আমিকে খুঁজতে চলে যাই

মন্দিরা কিছু যেন বলল ঠিক মন দিয়ে শুনিনি বোধহয়এবার শুনলামবলছে, ‘আজ আর গাছগুলোয় জল না দিলেও চলে যাবেসরকারি আবাসন  ছেড়ে আসার সময় অত বড় বাগানটা তুলে আনতে পারিনিএনেছিলাম মাত্র কটা গাছের চারাসেগুলোই আমাদের এখনকার সবুজ

মন্দিরা চা খেতে খেতেই উঠে গেছেবোধহয় দেখে নিচ্ছে সত্যিই কী মাটিতে রস রয়েছে! নিঃঝুম বারান্দায় হঠাৎই সোরগোলদেখ দেখ, এখানে পাখির দুটো ডিম!’ উঠে গিয়ে দেখলামপাতাবাহারের ঝাঁকালো গাছটার ভেতর  কয়েকটা কাঠিমুঠির একটা বাসা আর খুবই ছোট্ট ছোট্ট দুটো ডিমকোন্ পাখির আবার এ জায়গাটা পছন্দ হলো কে জানে! আমি বলে উঠি মন্দিরা  বোধহয় আপন মনেই বলল এবার, ‘ঐ জন্যেই একটা মুনিয়া পাখিকে এই  গাছটার ওপর ওড়াউড়ি করতে দেখেছিলাম!’
                           
সেদিন রাতে খুব জলঝড় হলোখোলা জানালাগুলোর কপাট পড়তে লাগল দুমদামঘুম থেকে উঠে বন্ধ করা হলো সেসব বারান্দার দিকের কথা আমার মনে পড়েনি একবারওসকালে উঠেই মন্দিরা কিন্তু চলে গেল বারান্দায় কিছু একটা সন্দেহ নিয়েই কী! ফিরে এসে তড়িঘড়ি আমাকে নিয়ে গেল সেখানে
রাতের জলদানবের সঙ্গে লড়াই করে নিজের পৃথিবী দেখার সম্ভাবনাকে জিইয়ে রাখার মতো অত কঠিন শক্তি ঐ দুটো ছোট্ট ডিমের ভেতর ছিল না!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন