কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

পিয়ালী বসু

থার্ড '  

একা হয়ে আসছে উত্তরগুলি
আর অনর্থক কিছু প্রশ্নচিহ্নসহ... বিন্দু বিন্দু অসুখের জন্ম হচ্ছে

আলো গভীর হচ্ছে 
বৃত্তবন্দী নাভিশ্বাসে সম্পর্কের প্রত্যয় নির্বাচিত হচ্ছে 

আর... বিপন্নতা ভর করছে ক্ষীণতর বিরহে 

মেপে রাখছি 
ফেলে আসা প্রত্যাখ্যাত অতীতের যাবতীয় শোক প্রস্তাবনা

অথচ... নস্টালজিয়া আজও ছুঁয়ে যাচ্ছে আপ্যায়িত ঋণাত্মক সংখ্যা 

স্মৃতির ইবলিশ - A Frontal Journey Towards Memory Lane

(১)

“Memories warm you up from the inside. But they also tear you apart.”
Haruki Murakami, Kafka on the Shore

কপাল ছুঁয়ে থাকা বিকেল নামছে
অনন্ত স্পটলাইটের নিচে... কষ্টের বর্ণপরিচয় পাল্টাচ্ছে
অতলান্ত বিষাদের দিন পেরিয়ে বিশেষ হয়ে উঠছে আজকের দিনটি

জীবন থেমে রয়েছে চিরাচরিত অভ্যাস মেপে... এই ডিসেম্বরে
আকাশ অংশত মেঘলা বলে ছায়ার অসুখ ততটা স্পষ্টমান নয়
অভিমানের থইথই কার্তুজ পেরিয়ে এ নিজস্ব শহর
গাঢ়তর বিষাদ লিখে রাখছে
প্রতিটি বিকেলের তীরে যে দৃশ্যমান ঝুঁকে আছে
আজ তাকে মনখারাপের মান্যতা দেওয়া যাক


(২)

“I don't want to repeat my innocence. I want the pleasure of losing it again.”
F. Scott Fitzgerald, This Side of Paradise

এ শহর ঘুমালে
প্রাত্যহিক প্রতিটি উড়ান শেষে ফিরে আসি শব্দের উঠোনে
নির্জন নির্মোক খুলে মেপে নিই স্মৃতিধৌত মার্বেল চাতাল

স্তনবৃন্তে মৃদু কম্পন
প্লেটোনিক ভালোবাসায় শরীরী ব্যবধানের ভিতর নৈঃশব্দের প্রতিবিম্ব ভরে
বুঝে নিয়েছিলাম নেহাতই আনাড়ি তুমি

খসে গেছে অভিজ্ঞান আর যাবতীয় স্বপ্ন সম্ভাবনা
এখন বরং... মৌনতার পাশাপাশি বসে একাকীত্ব মাপা যাক

(৩)

“There are memories that time does not erase... Forever does not make loss forgettable, only bearable.”
Cassandra Clare, City of Heavenly Fire

প্রতিটি রমণ শেষে
কুড়িয়ে নিই মৃত সম্পর্কের সিল্যুয়েট ছবি
সাদা এবং কালো'র মধ্যবর্তী সূক্ষ্মতর আয়ুরেখা পেরিয়ে
বুঝে নেওয়ার চেষ্টা করি... বিচ্ছেদের আগের বিশেষণটুকু

বিষয়টি এতটুকুও রোমান্টিক নয়
বরং... শ্রাব্যত দৃশ্যের গভীরে অনন্ত বিষাদের কুরুশ-কথন

যে কথা বলার ছিল না
এখন সে কথা দর্শানোর অর্থ... গভীর সম্পাতে স্তব্ধতার শেষ ভাংচুর

তার চেয়ে
শব্দজোড়া স্মৃতিকাতরতা তাড়িয়ে বেড়াক আধো আলো-আবছায়ায়
মেদুর জীবনের সুস্পষ্ট ভাবনা জুড়ে নকশাবন্দী অতীত ছুঁয়ে থাক

Memory is a collection of moments
moments of time and space
...and it's something we should seize....


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন