কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

পাপড়ি গুহ নিয়োগী

নরখাদক

আত্মহাত্যা কাঁধে তুলে নিয়ে যাই
রক্ত, মেদ, নাড়াচাড়া... সৎকার
  
সিঁড়ি বেয়ে নেমে
সাপ পায়ে হাঁটা পথ
একা

আমার ভেতরে আমিই আজ দুপুর  
শকুন
নরখাদক 


আমি

আদিম। বনজ
আমি তো নিঝুম
পাহাড়ি মেয়ে
বাঘছাল গন্ধের

জল ভাঙছি পাথরের

বিনির্মাণ

এইসব
রাস্তাও আজ বাঁক নিচ্ছে আমার ভেতর

স্বীকৃতি নেই জেনেও
আকর্ষণ
স্বপ্নে চুম্বন
বদলে দেয় রসায়ন

যত দূরেই থাকো
ক্ষরণটুকুই তো
বিনির্মাণ 

ঘুণ

আলোর ভিড়ে
তুমি হীনতায় ভুগছি

নাভিকুচিরা দীর্ঘ উপবাসী
গ্রহণ... মুখ থুবড়ে পড়ে আছে কত মাস

ঘুণ, দরজায় তুমি নেই
সারাক্ষণ গাছ। ছায়া সারি সারি

আর অবিরাম থুতু ছিটাচ্ছে সময়    


4 কমেন্টস্: