কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

সোনালি বেগম

অ্যাডিকশন


তুমি কি ভাবো, ভালোবাসা পেলেই সমস্ত ডিপ্রেশন উধাও হয়ে যাবে! যেমন মুভি বা মিউজিকে হয়! তার জন্য তো অধিক যত্নবান হতে হয়একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অনেক চড়াই-উৎরাই সহন করতে হয়রিলেশনশিপ অ্যাডিকশন’ অন্য যে কোনো অ্যাডিকশনের মতোই, যেমন কোকেন ইত্যাদি ড্রাগের মতো
বেদনার বালুচরে বাড়িয়ে দেওয়া হাত সারিয়ে তোলে ভগ্ন হৃদয়ঘর
সত্যিই কি প্রজাপতি উড়ছে?
প্রেমের প্রথম দিনগুলি আশরফ?
ব্যাড রিলেশনশিপ কেউ কি চায়?
ব্রেক আপ তো হতেই পারে, সুমনা!
প্রেমময় মধুর সম্পর্কে উই ফিল গুড
প্রেম নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট হতে থাকলে, সেটা অবশ্যই অ্যাডিকশনের আওতায় আসবে, ডিয়ার
কেউ কেউ মাল্টিপল রিলেশনশিপের ভার বহন করে
লাভ-স্পাইরাল, হা হা হা...
জটিলতা কমপ্লেক্সিটি
ব্যাকুলতায় শেষ পর্যন্ত তৃপ্ত হতে চাওয়া
বিশ্বচরাচর বহুরৈখিক প্রবণতায় স্থিতি ছেড়ে গতির দিকে ছুটছে
তুমি কি পোস্টমডার্ন চিন্তাভাবনায় জড়িয়ে যাচ্ছ?
তাই যদি মনে করো, তবে তাই, সুমনা
সরলতার ভেতর সর্পিল গতিতে মিশে থাকে সেই জটিলতা!
অবশ্যইজানো, জপ তপ জ্ঞানের পূর্ণতা তবেই সম্ভব, যখন মানুষ তার জীবনে মনের মতো প্রেমিক অথবা প্রেমিকার দেখা পায়
চমৎকার বোধ-পরিসর তোমার, আশরফ!
অতি সরলতায় বিপন্নতার জমি তৈরি করে
কত সুন্দর তোমার ভাবনাবিশ্ব
জীবন যেখানে আটকে যায় সেখান থেকে মুক্তির পথ খোঁজা উচিৎ নয় কী!
জীবনটাকে বিনির্মাণের দায়িত্ব নিজেকেই নিতে হয় বা নেওয়া দরকার
তুমি জানো নিশ্চয় সুমনা, যুক্তিফাটল বা লজিক্যাল ক্র্যাক-এর সূচনা বিজ্ঞানের ক্ষেত্রে চিহ্নিত হয়ে গেছে সে কবেই, কোয়ান্টাম ব্রহ্মান্ডের উজ্জ্বল উপস্থিতি মেনে নিয়ে
অধুনান্তিক অর্থাৎ পোস্টমডার্ন চিন্তাচেতনা আজকের কবিতা তথা গল্প তথা তামাম লেখালেখির প্রাণময়তা
সুমনা, প্রজাপতির পাখায় নানান রং প্রতিফলিত হচ্ছেএসো, লাভমেকিং-এর পরিবেশে তোমাকে সম্মান প্রদর্শন করি – এই কথা বলে নি-ডাউন আশরফ লাল গোলাপের স্টিক সুমনার দিকে এগিয়ে দেয়
এতটা নাটকীয়তা কী প্রয়োজন, আশরফ!
নানান রকম খেলা, গ্যাজেটস, ইত্যাদির মায়াজালে ভূকম্পন অনুভব করছি, মাই ডিয়ার সুমনা
দিল্লির একটি অভিজাত শপিং মলের ফুড কোর্টে ট্রাডিশনাল ইন্ডিয়ান থালির মতো জাপানিজ বেন্টো বক্স-এর সামনে বসে আছে ওরাসুমনা হাত নেড়ে নেড়ে আশরফকে বোঝাচ্ছে যে, জাপানিজ বেন্টো বক্সে চারভাগ রাইস, তিন ভাগ প্রোটিন,  দুই ভাগ সবজি এবং এক ভাগ সুইটস থাকে এতে সুশি রাইস থাকেনর্মাল রাইসের তুলনায় সুশি রাইসের গ্লাইসেমিক ইনডেক্স অনেক কমআবার মিসো সুপের ব্যবহারও দেখা যায়ভিটামিন K এবং ওমেগা 3 সমৃদ্ধ খুব উপাদেয় এই মিসো সুপনো ডাউট, বেন্টো ইজ ইনহেরেন্টলি আ হেল্দি ফুড বক্স      
        

    

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন