কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

রেটিনায় মাঠ


চোখের শহর। তুমি চোখে দ্যাখা গ্রাম
তোমার কাচেই আমি থেকে রয়ে যেতে চাই
অলিতে গলিতে। পথে। তড়প রেখেছ
আলো ওই হয়ে আছে। গত বছরের
চোখ খুলে দাও এই শিশুটির হাতে
আমি। শিশু। ঝুঁকি নেই। ঘাস ফুটে আছে
মহারাজ। টুপি থেকে হীরে খুলে দেবে
রাণী থেকে ফুল হবে। ডিম ফুটে যাবে
তোমার দ্যাখার জোর। ঘোড়া ডানা পায়
তুমি দ্যাখো। আমি খেলি। রেটিনায় মাঠ




জাঙ ও জাঙিয়া

তোমার আকারআরপাকস্থলী খুঁজি
উপমা তো নেই। তাই। লিভারের তেজ
অনেক গলির মতো। নয় ওই। ফুটো
জলে। যথা ছবি হার লাগে। হাড় এসে লাগে
জীবনের জাঙিয়ায় যে অপর প্রেম এঁটে থাকে
দুর্গন্ধ বানিয়ে তাকে নাক গুঁজে দিই
আরো কি নেভানো যায় কোমরের আলো
আড়ালে না গেলেসেইসুখ চলে যায়
তোমার তো জাঙ আছে। জাঙিয়াও আছে
পশুপ্রেম বেশি আছে। যতদূর জানি
লোম নেই। ছাল নেই। হাড়গোড় নেই
পাটক্ষেতে। পড়ে আছে। পাটভাঙা শাড়ি


2 কমেন্টস্: