কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

অমিত দে

মোজাইক শিল্প


()

গান গেয়ে উঠলে
সুর তুললে—
               প্রবাসী

ছাদ জল বাতাস বৃষ্টিতে
এবেলার—
              সদ্য কুঁড়ি

গন্ধ ভুলে রঙে তাকালে
ফুলে—
            ফুল প্রস্তুত হলো


()

আঙুলের ছোঁয়া গাছে পাতায়
এবার আলপিন আর হাতুড়ি—

ছিদ্রে ছিদ্রে কাঠ
তারপর একটি স্থির হরিণ
চোখে আলপিন আর চুম্বক

হরিণ লাফ দিতে চাইল –

পাতার আড়ালে শুধু
ড্রয়িংরুমের আলো


()

কাঁটাজাতীয় উদ্ভিদের নাম কী?
আমরা পাশাপাশি দাঁড়ালাম

ফুল তুলতে কাঁটা বিঁধল
তোমরা দূর থেকে দেখলে

কাছে এসে দেখলে রক্ত আর ফুল

আমাদের জিজ্ঞাসা করলে—
এসব কাঁটাজাতীয় উদ্ভিদের
                ফুলের নাম কী?  



()

ঝকঝকে দুই পুরুষ—
বাইজানটাইন মোজাইক
একজনের হাতে পাত্র

মেঝেতে বসে পড়লাম

পাশের লোকটি সাক্ষী
আমি অন্যজনের পাত্রে ঢাললাম
আমার চোখের রঙ নাকের গড়ন
পাত্রটি কেঁপে উঠল

এবার আমি সাক্ষীপুরুষ
আর লোকটি মেঝেতে
মানুষের নকশা করছে

এই সেদিন থেকে




2 কমেন্টস্: