কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

তৈমুর খান

নতুন ধারণার নাম সক্রেটিস


নতুন ধারণার জন্ম দিতে হইবে
কল্পনা নাম্নী এক সুন্দরীকে লইয়া ঘর ছাড়িয়াছি
রাত্রির উন্মুক্ত তাঁবুর ভিতর আমাদের বাসর যাপন চলিতেছে



নক্ষত্রমণ্ডলী হাসিতেছে
রাত্রির নশ্বরেরা যাতায়াত করিতেছে
বাতাস তাহার বাতাসীকে ডাকিতেছে
সভ্যতা অসভ্যতাকে দেহ সমর্পণ করিতেছে
ধর্ম উলঙ্গ হইয়া অধর্মের ঘর করিতেছে




ইতিমধ্যে আমাদের নতুন ধারণা জন্মাইল
উহাকে কাংস্যবর্ণ ইচ্ছা খাইতে দিলাম
সে কাঁদিয়া উঠিল
স্বপনের বাতাসা আনাইলাম
সে খাইল না




দেখিতে দেখিতে সে সক্রেটিস হইল
মহারাত্রির আলোয় দাঁড়াইয়া
যুগপ্লাবনের ঘুম ভাঙাইবার কথা বলিতে লাগিল

আমরা তাহার জন্য বিষ লইয়া অপেক্ষা করিতে লাগিলাম



ঐতিহাসিক

অকপট চরকায় উঠোন ভরে যায়
গান্ধীজির স্বীকারোক্তি থেকে
আমরা তক্তা বানাই
আর উবুড় করে রাখি শতক
ইতিহাস রাঙা বউ হয়ে
উলুপী আবেগ ছড়িয়ে দেয়

উনুনে উনুনে ধোঁয়া
আর একটু পিছিয়ে গেলে
হরতালের বিনোদ
জেগে ওঠে ইডিপাস

গার্হস্থ্য সোনালি দুঃখ
অবেলার সান্দ্র মোহিনীকে ডাকে
দাসীও শয্যাসঙ্গিনী বেশ মনোরম
হুঁকোর আগুনে দেহ সেঁকে
কেউ কেউ মহাভারত লেখে

দেহ থেকে গান খসে পড়ে
মৃত্তিকা সুন্দর ফিবরাস
ফসলের ব্যঞ্জনা পেলে
উপভোগ্য হয় বারোমাস

ইতিহাস যদি বা ধর্মত
কাকধ্বনি
বক্রোক্তির বিরোধীরা
আজও খোঁজে ব্যালকনি







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন