কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

প্রশান্ত গুহ মজুমদার

করমচা

নামিয়ে নিচ্ছে কে
নামানো হচ্ছে
হওয়াটাই বড়
ছোট কেবল এই চাদর
ঢাকা যাচ্ছে না
মোমধোঁয়া থেকে উদোম হচ্ছে পাথর
এবং শিল্প
এবং রাস্তাঘাট থেকে ভিড়
ক্রমে বড় থেকে লেজ
জানালায় ঝুলে আছে
থাকবেই
যতদিন এই বাড়িটায় আছি
শুকনো, করমচা’র রঙে

তোমার জন্য

তোমার কথাই
রাস্তার আগে
দরজার উপরে
ভালোবাসার নীল
ভালোবাসার লাল
কষের দাগ মুছতে মুছতে
তোমার কথাই
স্নানের পর
কৃষ্ণনগরের সেই শরণ
মনে পড়ে
চোখে পড়ে আলোঘর
আর সেই তুমি
প্রগা ইচ্ছেময় তুমি
টের পাই
সকাল হয়ে আসছে

রোদ্দুর পড়েছে পালকে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন