কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

রিমি দে

রামধনু


(১)
মঞ্চপ্রধান পায়চারি করছেন
একবার মন্দির
অন্যদিকে হাঁড়িভর্তি রসগোল্লা
গতি বাড়ছে
মন দিচ্ছেন হলুদ গাঁদায়


(২)
যেখান থেকে ফুলটি শুরু হলো
তার ঠিক ডানদিক থেকে দোতারার
রঙিন ভুলভুলাইয়া
ব্যঞ্জনায় সরোদের হাহাকার
মৃদুমন দ্বিখন্ডিত হচ্ছি

মিথ হয়ে উঠছি ক্রমশ


(৩)
রামধনুগুলি মুছে যেতে লাগল
ফেটে পড়ছে সাদা ও বাতাবীলেবু
সমস্ত মিথজ ঢেউ ভেঙেচুড়ে
চূড়ান্ত কালোর থিতু হয়ে থাকা
মাছের বিকেল
হে ওড়নামাখা হলুদ
আমিও অতল সমতল


(৪)
পাক খাচ্ছি আমি
ও বাতিওয়ালা


কুকুর

ফুলটি ঝরে পড়বার পর
কুকুরটি ল্যাজ নাড়িয়েছিল

কিছু হাওয়া ও যাওয়ার মধ্যে
বর্ণ বনাম মালা লালায়িত
অনেকটা ঝড়ের কাছাকাছি আমরা
ফুলটি হয়তো ঝরে পড়েছিল
গভীর ঘুমে
কুকুরটি!


সাপ

নেমে যাচ্ছে অথবা
নেমে যাবে এখুনি
দোলনায়
কাজলমাখা ওড়না উড়িয়ে
কুড়িয়ে নেবে   
পরিত্যক্ত খোলসটি       
সাপের







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন