কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

সৈকত ঘোষ

ভূমিকম্পের আগে অথবা বিকল্পে

আবার ইতিহাসের সামনে এসে দাঁড়িয়েছি আমরা 
প্রাত্যহিক চলনে কোনও অবলম্বন ছাড়াই লুপ্ত হচ্ছে বোধ 
এইভাবে একদিন সমস্ত পরজীবী চরিত্রেরা এসে দাঁড়াবে
চাইনিসচেকার বোর্ডে...

এইভাবে সমস্ত জীবিত কোষ জলস্তম্ভের উচ্চতা অনুসারে 
বদলে নেবে ভালোত্বের সংজ্ঞা
অবস্থার পরিবর্তনে সার্থক হবে নদীজন্ম

যদি তাই নাও হয় তবে হাজার বছর আগে 
ধ্বংস হয়ে যাওয়া সভ্যতা নতুন করে জেগে উঠুক...



ম্যারাথন

একটা বৃহদাকার শূন্য
বিষণ্নতা গিলে নিচ্ছে 

বিছানার পাশে শব্দেরা মুখ নিচু করে 

দূরত্বের সংজ্ঞায় আশপাশের চরিত্রেরা
আরও জটিল হয় 
ছায়া দেখে ভুল হয়ে যায় নাম...

চলছে 
চলছে 
চলতেই থাকছে 
চোখে চোখ রেখে মিথ্যের ম্যারাথন 


আমি ও আমরা

মুহূর্তের ওপর মুহূর্তরা জড়ো হয় 
প্রতিদিন একটা একটা করে নতুন পাতা 

ঘুমের মধ্যে ঘুম 
তার মধ্যে নির্জনতা ক্রমশ দলা পাকাচ্ছে 

আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে প্রবেশ করি 

আচমকা একটা অনুভব 
আলো ছুঁলো ঠোঁট

তোর চাহিদাগুলো 
বড় শারীরিক হয়ে যাচ্ছে 


কাচঘর 

জীবনের প্রাথমিক শর্তগুলি 
প্রতিফলনের সূত্র মানে না 
সময়ে ক্ষতস্থান থেকেও জন্ম নেয় গাছ 

আলো ছুঁয়ে এগিয়ে চলা বিশ্বাস 
আমার চোখে একটা নতুন পৃথিবীর জন্ম দেয়

কয়েকটা ছোট ছোট বিন্দু 
উপলব্ধির অন্য স্তরে 
তোমার জন্য শুভেচ্ছাবার্তা নিয়ে আসুক 



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন