অনুপম মুখোপাধ্যায়
স্বাদ-সম্পাদন : একটি পুনরাধুনিক কবিতা
।
ক্ষেতের যা স্বত্ব
ছিল, নষ্ট করা
হচ্ছে। কাটা হচ্ছে
মেয়েরং সাদা আর
ছেলেরং সবুজ। মুখর
কিছু সদ্যমুক্ত
চওড়া। বিচি
দেখছে লোকে। ছড়াছড়ি
টেবিল। এখানে। ছুরি
এসে সাজিয়ে দিচ্ছে
ছাঁদ আর
ছিরি
।
প্রবীন। আমাদের পরমাত্মার
ধারণা। খাওয়া হচ্ছে। খাবারের
মতো। খাদ্যের
মতো নয়
।
লম্বা দুপুর। উড়ে
যাচ্ছে কাঠের
বুলেট। টাইম
বম্ব। দীর্ঘ কিছু
কেবিন। দাঁতে। কেটে বসছে
শ্বেতসুন্দর মাংস
।
রক্তের স্বাদ তুলে
তাপ পড়ছে প্লেটে। দীর্ঘ সাদা
রোদ। জীবনগ্রাম
।
,দীর্ঘ সাদা
উত্তরমুছুনরোদ। জীবনগ্রাম
। line duto bhabieche besh,Bhalo laglo pore,,
ধন্যবাদ জিনত
মুছুন