কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

০৩) অনুপম মুখোপাধ্যায়



অনুপম মুখোপাধ্যায়


স্বাদ-সম্পাদন : একটি পুনরাধুনিক কবিতা

ক্ষেতের যা স্বত্ব ছিল, নষ্ট করা
হচ্ছে। কাটা হচ্ছে মেয়েরং সাদা আর
ছেলেরং সবুজ মুখর
কিছু সদ্যমুক্ত চওড়া। বিচি
দেখছে লোকে। ছড়াছড়ি
টেবিল। এখানেছুরি
এসে সাজিয়ে দিচ্ছে
ছাঁদ আর
ছিরি
আমাদের নবীনআমাদের
প্রবীনআমাদের পরমাত্মার
ধারণাখাওয়া হচ্ছে। খাবারের
মতো। খাদ্যের
মতো নয়
লম্বা দুপুর। উড়ে যাচ্ছে কাঠের
বুলেটটাইম
বম্ব। দীর্ঘ কিছু
কেবিন। দাঁতেকেটে বসছে
শ্বেতসুন্দর মাংস
রক্তের স্বাদ তুলে তাপ পড়ছে প্লেটে। দীর্ঘ সাদা
রোদ। জীবনগ্রাম

2 কমেন্টস্: