কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

০৭) ডেভিড সুমন্ত্র হেমব্রম



ডেভিড সুমন্ত্র হেমব্রম

কিছু অলজ্জ প্রাণের কথা


()

রুমালে সুতোর কাজে লতাপাতাগাছেদের ভিড়
রুমালে নিঃশ্বাস নেয় চিরচেনা পুষ্যিদের দল
রুমালে ঘামের ঘ্রাণ লবণাক্ত তীক্ষ্ণ ফেরোমনে
একটি রুমাল আমি পেয়ে গেছি ট্রামের আসনে।


()

আমায় আদর করো
আয়নায় দেখাচেনা মুখ
আমাকে সোহাগে ভরো
চিরচেনা আয়নামানুষ


()

হঠাৎ বৃষ্টি এলো
শ্রাবণ তো শেষ হয়ে গেছে
অথচ আকাশে তবু নিয়ম ভেঙেছে মেঘ
এ নিশ্চয় অষ্টাদশী হবে।


()

সব কিছু মানি আমি, ভূতপ্রেত পিশাচরাক্ষস
কবজতাবিজমন্ত্র জলপড়া ধুলোপড়া
উচাটন বশীকরণের মন্ত্রাবলি
শুধু একবার যদি এইদিকে চেয়ে দেখে
আমার পুরুষসঙ্গী
ও কেন নারীকে ভালোবাসে?






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন