কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

০৮) অনিন্দিতা গুপ্ত রায়



অনিন্দিতা গুপ্ত রায়

এপিটাফ

(১)
এই মরে যাওয়াগুলো লিখে রাখি
পাখিজন্ম ধার করে
একবারের মতো আকাশ
এই ঠোঁট
ভেদ করে যাবে, গভীরের দিকে

(২)
কিছু একটা হচ্ছে, শব্দহীন
গলে পড়ছে যা কিছু
মোমে বা আতরে
তাকে তীব্র বলে ডেকো

(৩)
মাঝখানে স্পর্শবিন্দু নেই
অথচ স্পর্শক
ধারালো রেফের মতো
টুকরো করে এইমাত্র
রক্তকরবী
জোছ্‌নার আলোটুকু
অনুবাদে লিখিত হরফে


(৪)
রাত্রির শব্দ পেরিয়ে
ঘুম, আলো, মহুয়াসঙ্গীত
বালিশের নিঝুম কোমল
মাথা কোলে করে
যেন তুমি, তুমি’টি, তুমি’ই
অবাক ভোরের দিকে
জেগে বসেছিলে


(৫)
সারাদিনের কাছে বিকেল কুড়োনো
ছায়ার ওপর মেঘ
আর নিরুত্তর
তলানি অবধি পুড়ে যাচ্ছে যা
সে জানে
মরে যাওয়া মানে ঠিক
কতখানি বেঁচে ওঠা থাকে 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন