কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

০৯) সুবীর সরকার



সুবীর সরকার


ডাইরি

প্রচুর গল্পকথা
গোলমরিচ
        ও কফি
বাকি অংশ চমকপ্রদ
চুল থেকে আলো
              নিভছে


আখ্যান

আত্মহত্যা করতে যাবার মধ্য দিয়ে  
আখ্যানটি চূড়ান্ত। চারপাশ থেকে কীসব
                       দৈবনির্দেশ
জল-হাওয়ার বোঝাপড়া
খাবার নিয়ে আসছে
           শুয়োরছানা


আখর

জনশূন্য মাঠ।
আদিগন্ত পোড়া
        রুটি
অদ্ভুত কুয়াশা
আখর ও পদাবলি
অন্ধকারে বেড়ালের
           চোখ



ছবি

অনেক সাদা কালো ছবি
যেমন চাকা আর
           পা
আজ তিনি অদ্ভুতরকম  
              শান্ত


দূরত্ব

ইতিহাস পার হয়ে আসি
লম্বা ও ধারালো দাঁত
নিরাপত্তা চাইলেই দূরত্ব
              বাড়ে






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন