কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

১২) ইন্দ্রনীল বক্সী


হিমঘর

হিমায়িত ঘরের অভ্যন্তরে গাঢ় কাচের জানালার শার্সির ওপারে রোদেলা পৃথিবীর প্রবল উত্তাপ বোঝার উপায় নেই। দীর্ঘক্ষণ দরজা-জানালা বন্ধ থাকায় জানালায় বাষ্প জমেছে। এবার পুঞ্জীভূত হয়ে টুপটাপ কাচ বেয়ে গড়িয়ে পড়ছে। ঘরের ভেতরে সময়ের কোনো উদ্বেগ নেই... দুজন মানুষ তাদের একান্ত ব্যক্তিগত সময় যাপন করছে।

প্রথম মানুষ - হাঁ করে কী দেখছ? ...প্লীজ হেল্প মি না!...
দ্বিতীয় মানুষ - হুঁ... কেন কী হলো?
প্রথম মানুষ - আইম স্টাক... হুকটা...
দ্বিতীয় মানুষ – ওঃ!
প্রথম মানুষ - কী ব্যাপার! এত গম্ভীর! ...ডোন্ট উ এঞ্জয় দা টাইম উই স্পেন্ড?
দ্বিতীয় মানুষ - না না, তা নয়... দারুণ কাটলো... ইউ... আই মীন উই বোথ আর ফ্যাবুলাশ... তাই না?
প্রথম মানুষ – তাই তো বলছি, ওরকম হাঁড়িমুখ করে বসে আছ কেন?
দ্বিতীয় মানুষ - ভাবছি, কোথায় যাব আমরা এভাবে... কতদূর...!
প্রথম মানুষ - ভেবে কী হবে, যে যেমন আছি থাকব... ব্যালেন্স করে, নিজেদের মতো এনজয় করব... হু কেয়ারস! অত ভাবব কেন?
দ্বিতীয় মানুষ – এভাবে মানে? বেশ ক্লান্ত লাগছে মাঝে মাঝে...
প্রথম মানুষ – বুঝলাম, গিল্ট ফিল হচ্ছে...  
দ্বিতীয় মানুষ – মোটেও না, ব্যালেন্স করে করে আর পেরে উঠছি না – তাই...   
প্রথম মানুষ – ছাড়ো তোমার দুখঃবিলাস, তুমি কখনই ঠিক মন থেকে মেনে নিতে  পারো না এই রিলেশনশিপটাকে, তাই না! সেই শুরু থেকেই...
দ্বিতীয় মানুষ – এটা তোমার ভুল ধারণা।
প্রথম মানুষ – ঠিক আছে, আমায় ভুল প্রমাণ কোরো না হয়, এখন বলো নেক্সট কবে মিট করছ? সামনের উইক এন্ডে? চলো এবার একটু দূরে যাই। আমার বন্ধুর একটা রিসর্ট আছে রায়মাটাং-এ... লিপগ্লসটা একটু বাড়াও তো...
দ্বিতীয় মানুষ- নেস্কট উইকেন্ডে! হবে না, ওর সঙ্গে যেতে হবে, একটা পারিবারিক অনুষ্ঠান আছে। ইউ নো... আর একটা ব্যাপার নিয়ে আমি টেনশড... তোমায় কীভাবে বলব ভেবে পাচ্ছি না...
প্রথম মানুষ – ওঃ... পিওর ফ্যামেলি টাইম! গ্রেট, কী বলবে বলছিলে? বলে ফেলো, এবার বেরোবো...
দ্বিতীয় মানুষ – আই... আই মিসড মাই ডেট লাস্ট মান্থ... 


ঘরটির অভ্যন্তরে নীরবতা নেমে আসে... সেই মুহূর্তে রুম সার্ভিসের বেলটা বেজে ওঠে আচমকা... ট্রিং...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন