কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

১৮) ঊষসী ভট্টাচার্য



ঊষসী ভট্টাচার্য

ওয়ান ওয়ে
অপ্রত্যাশিত ভেজা ঠোঁট  
সংগত রিসনের মারপ্যাঁচ জানে না।
বেসুরো চামচিকে যেমন
ছোটাছুটি করে খাতায়  
তীব্র জোরে আকড়ে ধরে
লোডশেডিং অবয়বের মতো  
তারাও বিক্ষিপ্ত নক্ষত্রের চেয়ে দ্রুতগামী।

পিছনে তাকালেই ফেরার পথ পায় না সময়
ঘড়িরও তো দম ফুরোয়!


ক্যানভাস ৫
রুগ্ন দৃশ্যযন্ত্রণারা ছেড়ে গেছে   
চেনা প্ল্যাটফর্ম
নীল রোদ আরাম,
অচেনা দুপুর!   
মেঘ রোদ বালিকা
একা রুগ্ন দৃশ্য।


খই ছড়ানো সকালে
নিস্তরঙ্গ আবেগ বিছিয়ে আছে,  
আদুরে আকাশলীনা
  
বেদনা কর্পুর স্বরূপ
ধুলো আবেগ কোলাকুলি    
ফুটপাতে! মাঝরাতে!


অলীক নক্সা
গোলাপী বাক্সে নীল ডুরে কাটা দাগ
চোখ না চশমা?
সম্মোহন ও প্রলাপ যৌথসেতু

একটি শুকনো পাহাড়
আরেকটি সদ্যোজাত ঝর্ণা।

নির্ভেজাল স্মৃতি প্রকল্প 
অলীক পুরা তত্ব!

নিভে গেছে আলো
পড়ে আছে মৃত জোনাকি।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন