কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

০১) স্বপন রায়



স্বপন রায়

পুঙ্খ

অল্প আলো, বেশ ঘন রসুইখানা ছিল বলে        
ছুরি আর ব্যস্ত নয়      
সব্জির রস তো ছিলই, কারো আঙুলে লেগে থাকা চাঁপা  
আর ছুরির বাঁটে নিপীড়নের পেশি
এখানে তাই শব্দ হয়   ডাকলে বা ঘুরে দাঁড়ালে শব্দ হয় মুখ ঘোরাবার

শব্দ কি বেড়াল হতে পারে
বেড়াল কি জান্তব হতে পারে

থাবায় আঁচানো চুপচাপে কীভাবে তুমিও একদিন পেঁয়াজখসা আমিষে
যে রান্না করেছিলে
ভেবে আমিও তো করেছিলাম

পরে অল্প আলো হয়, রসুইখানা ছিল ব’লে ধারালো হয়ে ওঠে ক্লান্ত ছুরিটা



সন্ত্রাস-২

অল্প আলো হয়, বেশ ঘন রসুইখানা ছিল বলে
ছুরি আর ব্যস্ত নয়
সব্জির রস তো ছিলই
           কারো আঙুলে লেগে থাকা চাঁপা
                           আর ছুরির বাঁটে নিপীড়নের পেশি
এখানে তাই শব্দ হয়  তোমায় ডাকলে বা ঘুরে দাঁড়ালে যখন সম্ভাবনা থাকে এলোমেলো হওয়ার বাতাসে
চুরুট টুরুট শব্দ কি বেড়াল হতে পারে
বেড়াল কি জান্তব হতে পারে

আমি পর্দা না সরিয়েই দেখি যে গোল হয়ে বসে আছে কারা কারা
                            পুরনো চাঁদ
তার পুরনো আলো পুরনো গালের দাগ নিয়ে এখন দরজায়
এখনো দাঁড়িয়ে...

                                  
   
 
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন