কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

১৩) ইন্দ্রনীল চক্রবর্তী



ইন্দ্রনীল চক্রবর্তী


এই ভাবে দেখা দিক
যা কিছু তোমার জন্য রেখেছিলাম,
অনেক বছর পরে
       বিকেলে দাড়িয়ে থাকা
       বুড়ির চুল বিক্রি করা
ছোট ফেরিওয়ালার হাসিতে দেখা দিচ্ছে।
অন্তত, এইভাবে দেখা দিক।




মায়ের উৎস
এখন গভীর...
নিঃস্ব হচ্ছে, প্রতি মুহূর্তে
মেঘের পাশ দিয়ে। দহন, দহন
আরও দহন, চেয়ে দেখো এখন অন্ধকার।
জন্ম নিচ্ছে মাতৃলগ্নে
         চামুণ্ডা মায়ের হৃদয়।
দ্রাক্ষাফলের স্মৃতি
ভুলে শৃগাল ফিরে চলে
একটু পাপ রক্তের স্বাদ জিভের অগ্রে-
তাতেই সন্তুষ্ট থেকো
না হলে জেনো
কোনো শাস্ত্র ছাড়াই
         খড়গের ধারে মায়ের উৎস।



মৌরা সব কোথায় গেল?
(স্বদেশ সেনের প্রতি)

মৌরা সব কোথায় গেল?
মৃত্যু উপত্যকা-মৃত্যুঞ্জয়ের ঘুরপথ
        ছাড়িয়ে চলে যাচ্ছে, বোধহয়।
বোধহয় এক চিলতে নদী নাম রেখে গেছে
গেছে রোজকার উল্টে পাল্টে
        এক মেঘ মাসে স্মৃতিচারণ।
এখন সব আমাদের ভাসা ভাসা মৌ।
        দেয়াল ভেঙ্গে ছবি গাছ আসবে। 
আর, আসবে মৌরা,
        প্রকৃত পশ্চিমবঙ্গ মৌদের পশ্চিমবঙ্গের সাথে।





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন