কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২৯ জুন, ২০১৪

২৬) সুমিত রঞ্জন দাস


বিবাগী মন

এই তো বেশ অনিশ্চয়তা
আকাশে ধুসর মেঘ
মাঝে মাঝে দু'এক পশলা বৃষ্টি
সকালে ভিজে মাটিতে খেলে বেড়ায়
নতুন রোদ
বিষন্নতা ভেঙ্গে গাছের পাতা চোখ মেলে তাকায়

এইসব প্রাপ্তি এইসব ভাললাগা
সময়ের সাথে বদলে যায়
যেমন বদলে যায় সময়

কারো তরে দাঁড়িয়ে থাকে না।




জন্মদিন

জীবনের সকল অনুভব মাথা চাড়া দেয়, একবার।

শয়নঘরে বিছানায় ঘুমের ভুগোল প্রমাদ গোনে
শিয়রে রেখে যায় ক্যালেন্ডারে দাগ দেওয়া দিন
নিরবতা ভেঙ্গে এগিয়ে আসে সন্ধ্যাতারা
শিরদাঁড়ায় বয়ে যায় হিমশীতল স্রোত ...

এক একটা দিন
এক একটা রাত

কত শত পল
এভাবে কেটে গেলে একবার ভাবি
জড়ায়ুর থেকে আজকের দুরত্ব কতখানি।



শোধ
 
সীমানার বুক চিরে রক্তার্ত আঁকিবুকি
আর ক্ষুধার্ত সাম্যের আর্তনাদ,
শবদেহ লালে লাল অথচ
সবুজে সবুজ আজ হোলী সর্বত্র

সময় এখনও আছে
তুলে যাও স্বাধীনতা দিবস -
বিদ্রোহের কাঁচে ঘসে মুছে ফেল
যাপিত জীবনের আবছায়া ক্ষনগুলো
ছাপ রেখে যাও,
বেঁচে থাকা অভিশাপ নয়,
বেঁচে আছো - এটুকু জানাতে
এগিয়ে চল সামনের পথে;

ক্ষমতার সীমানা ছেড়ে প্রকৃতি এবার
ছুটে যাবে অবসন্নতার দিকে
সৃষ্টি সংহার করে শোধ নেবে বলে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন