কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৯ জুন, ২০১৪

২৪) মৌসুমী রায় ঘোষ


সমুদ্রবৃত্তান্ত

অগাধ নীল,
অতলান্ত সাগর
বুকে মণি-মাণিক্য ভান্ডার
দ্বিতীয় পৃথিবী
বৈচিত্রে ভরপুর
চিত্র-বিচিত্র জলজ
প্রাণী, উদ্ভিদ
নানা বর্ণে, গন্ধে,
চেহারায়|
সাবধানতাও প্র্য়োজন
সুন্দরের আড়ালে ভয়ঙ্কর|
ভয়াল দর্শন প্রাণীও,
ধারালো দাঁতের সারি|
সমুদ্র জড়িয়েছে ইতিহাস
বহু যুগের| শ্যাওলার
মোড়কে| সংগোপনে|
সভ্য মানুষের
হাত পৌঁছে যায়|


হুইল চেয়ার

সতর্ক থাকা জরুরী
হুইল চেয়ার থেকে|
না হলে বিপজ্জনক
হতে পারে|
যদিও পঙ্গু বা সুস্থ
সবাই- বসার উপযুক্ত|
তবু এর সৃষ্টি
অপারগদের কথা ভেবেই|
চাকা দুটি দু হাতে ঠেলে
নিজেই যাওয়া যাবে গন্তব্যে|
শুধু চাকার গতি যেন
নিয়ন্ত্রণে থাকে| ব্রেক যেন  
থাকে নাগালের মধ্যে|

নিম্নাভিমুখী সিঁড়ির
ধাপগুলি থেকে সাবধান!  
এড়িয়ে চলাই ভালো|


সিঁড়ি

ওপরে ওঠার জন্য সবাই সিঁড়ির ব্যবহার জানে
কিন্তু মনে থাকে না নামার সমীকর
নিচে থেকে ধাপে ধাপে সমাধান করে
ওপরের দিকে যেতে হয় সিঁড়ি ভাঙা অঙ্কে|
ণিতশাস্ত্রের নিয়ম| নির্ভুল শাস্ত্র|
ওঠা, ওঠা আর উত্থান|
প্রকারান্তরে অহঙ্কারের গতি|
যত ওঠা যায়|
অন্যেরা ধীরে ধীরে নেমে যায় চুপি চুপি| তত তলানিতে|
প্রথম ধাপেরও নিচে| আরও নিচে|
দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় দেখতে থাকে বাধাহীন উঠে যাওয়া|



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন