বোতাম
যুক্তি পাল্টা
যুক্তির পর চোখে
জল
প্রচুর খাবারের
সন্ধান পাচ্ছি
সাদা কালো সব
বোতাম
ফল ও পোকামাকড়
যেভাবে কাঁধে হাত
যেভাবে টুরিস্ট ও
পানীয়
গীটার
কূপি নেভালে
অন্ধকার
ভাঙা রাস্তার
পাশে শুয়ে
থাকা
ভায়োলিন নয়, গীটার
বাজছে
গুঞ্জন
তোমাকে অনন্তকাল
ধরে জানি
চোরাশিকারীর কাছে
আয়না
পাখিদের গ্রাম, বসতবাড়ি
পাথর ও নুড়িতে
জাগে
গুঞ্জন
সার্কাস
ধলা বাঘের জল
খেতে আসা
কিংবা কালো হয়ে
যাবার কাহিনী
মিউজিকতাড়িত এক
বৃত্তান্তই বুঝি
প্রস্তুতির আগে
কৌশলী লাফ
বাঘের থাবার নিচে
শালপাতা
গল্পে সার্কাস
চলে এলে প্রাধান্য
হারায় বাঘের ডাক
হাসি
কখন বন্ধ হয়ে
গেছে গল্প বলা
পান চিবোতে
চিবোতে তিনি বুড়ি হয়ে
গেলেন
হা হা হাসির ভিতর
রোদ উঠলে
দূরে থাকা অভ্যেস
করি
আর উঠোন পেরোই
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন