কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৯ জুন, ২০১৪

১০) অচিন্ত্য দাশ


আই সি ইউ র কুকুর

ভীষণ টেনশন চলছে – কে যে বসের কাছে চুকলি করছে! কাজ তো করছি, তবু  বসের মুখ ভার। চাকরিটা থাকবে তো? বসের বসকে এক-আধটু চিনি – তার  কাছে চুকলি করতে হবে। আপিসের ভেতরের খবর বড় একটা পাই না, গল্প বানাতে হবে। কিন্তু সেটা তো বেঠিক কাজ। কী করব? যুধিষ্ঠির হয়ে বসে থেকে এই  বাজারে চাকরিটা খোয়াব?

পাড়ার বেণুদা আই সি ইউ তে, অবস্থা ভালো নয়। বয়স আশির ওপর, তিন কুলে  কেউ নেই। আমরা পালা করে রাত্তিরে হাসপাতালে থাকছি। আজ আমার ডিউটি। আই সি ইউ র সামনে ঘাসের লন, সেখানে একটা বেঞ্চিতে শুয়ে পড়লাম। সারাদিন যা টেনশন গেছে, একটু ঘুমোতেই হবে। কিছু হলে তো এরা মাইকে নাম ধরে ডাকে।
শুয়ে শুয়ে দেখলাম, পাশে দুটো কুকুর ঘুরঘুর করছেদুটোরই রং সাদা, মনে হয়  ভালো জাতের ছিল কোনোকালে। যখন ঘুমে চোখ বুঁজে আসছে তখন মনে হলো – কুকুর দুটো যেন কথা বলছে
-   মহাভারতের গল্প তো সবাই জানে। আমরা যে ধর্মরাজের অনুচর তা কেউ  কোনোদিন সন্দেহ পর্যন্ত করল না।
-   তা ঠিক। সেকালে অবশ্য ধর্মরাজ নিজেই কুকুরের ছদ্মবেশ নিয়েছিলেন।
-   অনুচরগিরির আর বেশিদিন নেই, স্বর্গে নিয়ে যাবার লোকই পাওয়া যায় না। একটা রিক্সাওয়ালা পেয়েছিলাম বছর দুই আগে, সে ব্যাটা জীবনে তিনবার খুচরো না-থাকার বাহানা করে এক-দু টাকা বেশি ভাড়া নিয়েছিল। ব্যাস, এছাড়া আর বেঠিক কাজ করেনি। রাজাকে বললাম, ওটুকু ছেড়ে দিলে হয় না...! ধর্মরাজ তো শুনে রেগে আগুন। ওইটুকু ছেড়ে দিলে কী এমন হতো! 
-   মামার বাড়ি নাকি, ধর্মরাজ অসত্য মাফ করে দেবেন?
-   চার হাজার বছরের বস্তাপচা নিয়ম ধর্মরাজেকে পাল্টাতে হবে। পাপ-পুণ্য, ঠিক-বেঠিকের হিসেব এ যুগে বদলে গেছে
-   কখনই নয়। ধর্মচক্র সনাতন, ধ্রুব।
-   বড় বড় বুকনি দিস না – কলিযুগে মিথ্যেকথা না বললে চাকরি থাকে না। ল্যাং মারতে হয়। যে ল্যাং খেলো সেও মাটিতে বসে বসে ভাবে, বাঃ, বেড়ে খেললো তো, এটা শিখতে হচ্ছে। এত লোক, কম্পিটিশন, রিসোর্স  কমছে... 
-   কুকুর কুকুরের মতো থাক। বাড়াবাড়ি করিস না!
-   ঘৌউউ.. ঘটে তোর ঘটোৎকচের গোবর। ঘর্ঘর ঘর্ষণে ঘর্মাক্ত ঘুরন্ত মানুষদের বেঁচে থাকা ঘরে ঘরে গিয়ে দেখে আয়।
-   ভৌ... ভগবানবিরোধী ভাগাড়ের জীব তুই। ভয়ানক ভসনা আছে ভাগ্যে!
-   গেঁয়ো গৎ গেয়ে গেয়ে গৌরব করিসনি, গঙ্গাগহ্বরে গত হবি তোরাগৌ ঘৌ ঘৌ...
-   ভড়ংবাজ ভৌতিক ভৌগোলিক বুভুক্ষু সারমেয় কোথাকার... ভৌ ভৌ ভৌ...

উফ্, রাতবিরেতে কুকুর দুটো বিচ্ছিরি হল্লা শুরু করেছে... ঘুমোতে দিচ্ছে না। যাঃ  ভাগ্ ভাগ্‌! কুকুর তাড়িয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন