কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৯ জুন, ২০১৪

০১) বারীন ঘোষাল

জানি না যা

শব্দের বিষ আমি জানি
শব্দের মধু আমি জানি
শব্দের অনিশ্চা থেকে লোহানো রোলিং মিলমিন
ফুলকি ফোয়ারা
ছড়রা গান
বাইনারি থেকেও যে নারী নামে
তার নাম আমি জানি



ভোরের মাথাটি চাই
মাথায় ভোরের চিহ্ন যেন পাই
তখন মাইগ্রেন জানি না
জানি না ফিটের ব্যামো
প্লেন
      না
          ম
             ছি
                 ল
আর আমি হাতল আঁকড়ে ধরা ভুলে যাইনি



বিপদের গন্ধে আমি এখনো আঁকড়ে ধরি সুলতাকে
তোমাকে
                             দূরে চাই
কোয়ার্ক না কি কোয়াক না কী যেন
বিষ আর মধুর মাঝখানে
কী যে চাই





ফাঁদের থিয়োরেম

তোমাকে দেখলেই আমার চোখ বিদেশী হয়ে ওঠে
আল্লা মাল্লা করে ফাঁদের থিয়োরেম থেকে বেরিয়ে যেতে চায়
যেটুকু লেন্সে ধরে
                              চশমায়
                                             মণিপটে
বাচ্চাটার চোখ অন্ধ রেখে গান পেতে থাকে



বুন বুন বুনন না খোলা পাহাড় থেকে স্লি পিং পং পতন রোধের ঘুমচুড়িয়াঁ কন্যারা
মেরুকে মেরুবোধ থেকে আলাদা বায়ুবিনা ভাসার সুভাষে
খেলামখুনে



                                                          চাপাকল শব্দ করে
                                              ডিস্কো
                              আইপড
            কোমর বন্ধনী
কপালে সিঁদুর বিন্দু
বিন্দুর গ্রাফিক্স নিয়ে এবারে ভাবতে বসি চলো





শর্ট ফিল্ম

লাভা রোনার মনোরম খেলাটি শুরু হয়েছে
পথ
চাইলো
শিশুটি কি হারিয়ে ছুটছে
কী হারিয়ে
গোলাপের সাদা কালো
                                 কেঁপে উঠল কাঁটায়
একই আলোয় মন্তাজ সারা
শেষের বেণু
ধেনুর সঙ্গে তাল মেলাতে বারণ করেছিলাম
জুম করেছে মুখপান
ব্যাকগ্রাউন্ডে ডিম্বালিকা ডিম্বালিকা ডিম করা বালিকা ডিম ডিম হয় সুর



অবধু --- মানে জানি না
অনাগার --- তাও জানি না
চিত্রনাট্য ডান দিকে ঝুঁকে পড়েছে উন্নাসিকে



দুজন দুজনের মাথার ওপর একটাই তরুণী মুন্ডু ঘুরে ফিরে বসতে চাইছে
ল্যাম্পে লম্পট
                          আকাশি          অ্যাকাশিয়া



ছবির প্রদাহ শেষে এডিটিং চলছে
চোখে জল না জলের দাগ থাকবে



তাই নিয়ে একটু তর্কও হলো একচোট স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ নিয়ে
যেমন হয় আর কি
একবন পলাশ ফুটিয়ে প্যান করা হলে
আমরা স্ট্যাচু হয়ে গেলাম




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন