কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৯ জুন, ২০১৪

১৩) বিশ্বজিৎ



র‍্যাগিং ও জমানো ইস্তেহার

(১)
সিদ্ধান্ত আসছে।
সিদ্ধান্ত যাচ্ছে।
কত খোলাখুলি...  
         আমাদের এ সংসার

মৃত্যু হয় না
মৃত্যুর পরে কিছু হয় না

পড়ে থাকে
সব পড়ে থাকে

এক আকাশ খোলামকুচির মতো

(২)
বুক থেকে
খুলে পড়েছে চিৎকার
পাঁজর ভেঙে...  
ছিটকে যাওয়া জলীয় বাষ্প

বৃষ্টি নেই।
কোথাও বৃষ্টি নেই।

রগড়ানো বীজমন্ত্রে আরো ভিড়
আরো ভাইরাস ভিড় করে আছে

তবু বর্জিত এলাকা জুড়ে
            টর্চের যথাসর্বস্ব...  






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন