কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৯ জুন, ২০১৪

১০) সোনালি বেগম


জনসভা

বিশ্বাসযোগ্যতায় ওড়ে ভরসা পাখির ডানা
শেয়ার বেচাকেনার ওঠানামায় চিন্তিত মার্কেট এক্সপার্ট
পক্ষ-বিপক্ষ আশা-আকাঙ্ক্ষার চরমসীমায় ট্রাফিক রুল
সজ্ঞানে দেখে নেওয়া ভাষণ পরীক্ষিত আওয়াজ
কোনো পক্ষপাত নয় প্রভাবিত কণ্ঠস্বর কুশল প্রশাসক
জরুরি বিরোধ আইনশৃঙ্খলা আশঙ্কা উদ্বেগ লেনদেন
মানুষের ভেদহীন সীমানায় অনির্মিত দেওয়াল
প্রত্যুপকারের দ্বার ছুঁয়ে প্রশ্নচিহ্ন বার বার
অর্থব্যবস্থার বিভিন্ন সেক্টর বিমূঢ় জল-মাটি-হাওয়া
আর্থিকনীতি আর প্রশাসনিক সীমার দায়িত্বে ভাসে জীবনস্তর--
ক্যান্সার আক্রান্ত পথঘাট বাজার বাড়িঘর...
অসংখ্য ভাষার মাঝে এক টুকরো হাসি বার্তা ছুঁড়ে দেয়
ব্রিদিং ডিসঅর্ডার নির্বাসনে দ্রুতগামী রকেট মহাকাশযান
সমবেত পদক্ষেপ স্পষ্ট পরিচ্ছেদ রচনায় আবর্তিত জনসভা
সত্য অসত্য আদানপ্রদানে বেজে ওঠে গান বৃষ্টিস্নাত জঙ্গল ও জনতা



রেলব্রিজ
শূন্য গ্র্যাভিটির ভেসে থাকা অঙ্গসজ্জায় জাগ্রত চোখ
বিশেষ দ্রুততায় ‘বন্ধুত্ব’ শব্দটি উপহার হতে থাকে...
জার্মান কম্পোজার ও পিয়ানিস্ট বেঠোফেন-এর
              ‘ওয়ান টু নাইনথ্’ সিম্ফোনি শোনা যায়
গমের হলুদ ক্ষেতে উড়ে যায় কাক যেন ভ্যানগঘের পেন্টিং
এসো কিছুক্ষণ মানসিক পরিচর্যা মেপে নিই--
সে তো ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, মা-বাবা... শান্তিনিকেতন
কখনও মাঝে এসে দাঁড়ায় কোনো ক্লীব মানুষ
            দাবি করে ‘আমিও হোমোস্যাপিয়েনস্!’
সমাজহীনতায় মানসিক যন্ত্রণায় অশ্রুসিক্ত অবয়ব
সমকামী মানুষের ঢল বেড়ে চলেছে পথে ঘাটে
প্রাকৃতিক আবেদন আইনত সিদ্ধ চলমান ছবি
অ্যাস্ট্রনমার খুঁজে চলেছে নতুন গ্রহনক্ষত্র-সম্ভার
ধোঁয়া ধোঁয়া কিছু অচেনা ভাষা ভেসে আসছে বাতাসে
মিউজিয়ামে প্রশংসিত জনতার ভিড়ে রাজসিংহাসন
নদীর বুকে ধাবমান রেলব্রিজ সামনেই সবুজ নীল উপত্যকা ঘনবন--

                  


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন