বৃষ্টি হতে চাই
গল্পে গল্পে রাত কেটে যায়
বৃষ্টি নামে চোখের পাতায়
ভালোবাসা টুকে রেখেছি খাতায়
রাস্তা জুড়ে গাড়ির মিছিল
থমকে আছে সিগন্যাল
ভিজে গায়ে সেই মেয়েটা
ভুল করে চোখ গেল যখন
শব্দ করে বৃষ্টি নামল
উড়ালপুলে আটকে তখন...
আবার যদি বর্ষা নামে
আসব ফিরে,
সেই মেয়েটার চুল বেয়ে
ছুঁয়ে দেব সোনার কাঠি
বলব তাকে-
আমিও বৃষ্টি হতে
চাই।
টান
আমি তোমার চোখেতে আকাশ দেখেছি
মুক্তির কথা ভেবেছি
তোমার বুকেতে মাথা রেখে
নায়গ্রার শব্দ শুনেছি
সবুজে মেশানো গাছের ছায়ায়
জীর্ণ কুটির গড়েছি
আমাজন থেকে গঙ্গার পথে তোমার
সাথেই হেঁটেছি
শান্তির খোঁজে কখনো বুদ্ধ কখনো
কৃষ্ণ সংকীর্তনে মেতেছি
যুগ যুগ ধরে তোমাকে, শুধু
তোমাকেই পাব বলে
বারানসী ঘাটে একই চিতায়
জ্বলেছি।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন