কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০৪ প্রণব পাল

ফাইনিজের ধুন্‌ প্রণব পাল


মেলোডিয়াসের কড়ানাড়া।
এলো’র মেলোডিয়াস। স্থিরনৈতিক সকালের গায়ে
অস্থির খোদাইয়ের লিপিয়ার। কেরিয়ার খোয়ানো ফালতুমির বায়োডাটায়
স্টেডিয়ামের বাইরে ফোটে আলোর ছায়াভাষ।
ফুল নিজেকে খুলছে।
অনন্তের নিচে আলো পড়ছে
                পড়েই যাচ্ছে পাউন্ডহারা এজরায়িত পাউন্ডে।
আড়মোড়া ভাঙতে ভাঙতে চাঁদ
বুক পকেটের সবুজ সিগন্যালে।
ছুটন্ত দিকেদের হারানো বিদিক
বালিস্কর্য্যে কচিরোদের চিত্রকলা।
সাদাপাতায় ছুটির ড্রইং
গৃহপালিত নিসর্গের ব্যক্তিগত সর্বনাশ জুড়ে।
জীবন্ত পৃথিবী মরে যাচ্ছে প্রতিদিন
আর অন্য ভুবনের অসংখ্য কুঁড়ি ফুটছে অদৃশ্য কোথাও।

একার একশ কথায় একাকার
ডানাহীন দোলনডাঙার
                   উড়নচন্ডী চপ্পল উড়ে যায়
                   ফোটনাভার উজ্জ্বল তরঙ্গে।
কে কার জন্য প্রতীক্ষিত!
কবে ও কোথায়হারা
কেন হীন অক্ষম জ্বলে যাই।
অজস্র সম্ভাবনায় দিকছুট স্থবিরালাইসিস্‌।
অসার যুগের সন্তান
হস্তমৈথুনে হত্যা করে প্রাণের চিৎকার।
জারজের লাশবাহী মগজে
নিজের চিতায় জ্বলে নিজস্ব ছায়াদের
                           না ফোটা আহ্লাদ।
অক্ষম জাগরণে ভোর ফুটছে
প্রাইভেট আকাশের নিচে।
অজস্র আর্তনাদ ছাড়ানো
সন্ন্যাস লিখছে খুনহারা ফাইনিজের ধুন্‌।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন