কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১৭ অরূপরতন ঘোষ

মাথানগুড়ি অরূপরতন ঘোষ



এবারের ছুটিতে ছিল হাওয়াবদলের সহস্র কারণ—
শ্রমের দিকগুলি উঠে এসেছিল এই ছুটিতে
দেখা গিয়েছিল রঙের প্রাচুর্য, ক্রমিক নদীতীর
ধনেশ পাখির এক সংক্ষিপ্ত উড়ে যাওয়া—

অন্যদিকে, যেহেতু এই ছুটি ছিল অতি ক্ষণস্থায়ী
(গ্রীষ্ম সন্ধ্যার সুবাতাস-এর মতোই) –- তার রূপ
অনেকাংশেই অধরা থেকে যায় এইবার

এরই ফলে এই ছুটির মাহাত্ম্য বেড়েছে
মাথানগুড়িতে বসে
নিজেদের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয় এপ্রিল মাসে 

1 কমেন্টস্: