অপরাহ্নের আলোয় সুতপা মুখোপাধ্যায়
অপরাহ্নের শেষ আলোয়
ছন্দভাঙা শিথিলে
হতাশার কবিতা থেকে সরে আসি
শত যোজন দূরে,
আমার চারিপাশে তখন
লতাপাতা-ঘাস-ফুল-পখির অপূর্ব কোরাস,
বিদ্বেষ ও ঘৃণার কবিতা থেকে
আড়াল করি নিজেকে,
মনকানন জুড়ে শুধু দারুণ উচ্ছ্বাস।
জীবনের চরম মুহূর্ত ও সৌজন্যকে
পাশাপাশি রেখে হাঁটি--
দেখি নিজের অন্য ছায়া,
আমার একান্ত বিকেলের কবিতা-পাঠক
নিঃশব্দে কাঁধে রাখে হাত,
দু’চোখের তারায় পূর্ণতার ঝিলিক--
নীরবতার প্রবহমান জলে দুলে ওঠে
স্বস্তির খেয়া।
অপরাহ্নের শেষ আলোয়
ছন্দভাঙা শিথিলে
হতাশার কবিতা থেকে সরে আসি
শত যোজন দূরে,
আমার চারিপাশে তখন
লতাপাতা-ঘাস-ফুল-পখির অপূর্ব কোরাস,
বিদ্বেষ ও ঘৃণার কবিতা থেকে
আড়াল করি নিজেকে,
মনকানন জুড়ে শুধু দারুণ উচ্ছ্বাস।
জীবনের চরম মুহূর্ত ও সৌজন্যকে
পাশাপাশি রেখে হাঁটি--
দেখি নিজের অন্য ছায়া,
আমার একান্ত বিকেলের কবিতা-পাঠক
নিঃশব্দে কাঁধে রাখে হাত,
দু’চোখের তারায় পূর্ণতার ঝিলিক--
নীরবতার প্রবহমান জলে দুলে ওঠে
স্বস্তির খেয়া।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন