উপহার চিত্রা বন্দ্যোপাধ্যায়
সোনাঝরা এক নতুন সকালে
তোমাকে দিলাম উপহার
আলো ঠিকরানো একমুঠো হীরে,
তুমি দু’হাত বাড়িয়ে নিলে--
অনুচ্চারিত হাসি আর মৃদু ভাষায় বললে
‘তোমারটা রইল পাওনা’
বেলা যায়
সিঁধেলচোর মন, মানে না বাগ
তোমার ঘরে সিঁধ কেটে পেলাম
দু’চারটে মুক্তো আর পান্না
বিকেল হলো
দরজা ঠেলে তুমি এলে ভেতরে,
বাড়িয়ে দিলে আমার দিকে একটা মোড়ক
ব্যগ্র ব্যাকুলতায় খুললাম—
দেখি, রক্তজমাট নিটোল এক চুনী,
বিস্মিত আমি চেঁচালাম –- ‘এ কি!’
দরজা খোলা –- তুমি গেছ চলে।
সন্ধ্যে হলো
আলগোছে আঁচল ঠেলে নিজেকে ওঠালাম
ছুঁচসুতো বের করে গাঁথলাম মালা
রক্তজমাট চুনীর লকেট বুকের ঠিক মাঝখানে
এখন তোমার মালা পরে বসে আছি আমি--
‘কবে আসবে তুমি আমাকে দেখতে?’
সোনাঝরা এক নতুন সকালে
তোমাকে দিলাম উপহার
আলো ঠিকরানো একমুঠো হীরে,
তুমি দু’হাত বাড়িয়ে নিলে--
অনুচ্চারিত হাসি আর মৃদু ভাষায় বললে
‘তোমারটা রইল পাওনা’
বেলা যায়
সিঁধেলচোর মন, মানে না বাগ
তোমার ঘরে সিঁধ কেটে পেলাম
দু’চারটে মুক্তো আর পান্না
বিকেল হলো
দরজা ঠেলে তুমি এলে ভেতরে,
বাড়িয়ে দিলে আমার দিকে একটা মোড়ক
ব্যগ্র ব্যাকুলতায় খুললাম—
দেখি, রক্তজমাট নিটোল এক চুনী,
বিস্মিত আমি চেঁচালাম –- ‘এ কি!’
দরজা খোলা –- তুমি গেছ চলে।
সন্ধ্যে হলো
আলগোছে আঁচল ঠেলে নিজেকে ওঠালাম
ছুঁচসুতো বের করে গাঁথলাম মালা
রক্তজমাট চুনীর লকেট বুকের ঠিক মাঝখানে
এখন তোমার মালা পরে বসে আছি আমি--
‘কবে আসবে তুমি আমাকে দেখতে?’
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন