কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

২২ পার্থ কর

দ্বিজ পার্থ কর



ত্রিসুতায় পণ বেঁধেছি, কল্প কাটে...
আসবে ?
জারুল-রঙা ওড়না অক্ষত বুকে তবে
অক্ষমালায় লেগে থাক দুপুর-ফাগুন ।
বসবে খানিক?
গেরুয়া ধুলার ভূষণ, আটপৌরে-কমন্ডলু রাখো দাওয়ায়, পা ছড়িয়ে — 
ভাস্বরী, তোর চোখে আগুন!
যাবে?
বলতে নেই!
এসো নরকপালিনী
আবারও কল্প পরে। দুঃখ নেই।
তিনসুতোর পণ জপি।
আর
প্রসবিনীর ফুলেল হাসিতে
জারুল-নীল স্বপ্নে
নাচে সন্ধ্যার শিবানী।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন