কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

৩০ অদিতি সরকার

দ্বীপান্তর
অদিতি সরকার



ন্যাকড়ার পুতুল নিয়ে খেলা করি প্রতীক্ষার চরে
মেঘের রিবন বেঁধে অচেনা আকাশ ঝুঁকে চায়
গাংচিল মাছ খোঁজে চর্কিপাক লুব্ধ অবিশ্রাম
গরম বালির গর্ভে শীত ভুলে বসে থাকি অনন্ত আশায়
কখন পুতুলওলা আসে

নীল মশারির মধ্যে খোপ খোপ সাদা কালো আর
তার মধ্যে ক্রোশব্যাপী নিদ্রাহীন অপ্রেমবিস্তার
ন্যাকড়ার পুতুল হাতে অন্ধচোখ হলুদ রমণী
ঘাড় গুঁজে খেলা করে বুকজ্বলা প্রতীক্ষার মাঠে
পুষ্পপাত্র ভরা রক্তঘাসে

বেআদব হাওয়ার তাড়াতে লাট উঠোন চৌকাঠ
মুন্ডহীন অঙ্গহীন পুতুলের শয্যা হাড়িকাঠ
গাংচিল কর্কশ ঘুরে ঘুরে ফিরে ফিরে যায়
ধু ধু প্রতীক্ষায় চর নগ্ন নোনা বুক পেতে ডাকে
অলীক পুতুলওলা হাসে

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন