![]() |
| কবিতার কালিমাটি ১৫১ |
আসামী হাজির
চলে যাওয়ার আলো
টিকিটের মতো উড়েপুড়ে যাই দূর পাল্লার দিকে দিকে
- না না এভাবে ঠিক হচ্ছে না
একটা দু'কামরার ফ্ল্যাট যখন তোমার গ্রাম হয়ে ওঠে
মানিপ্ল্যান্টের শিকড় বারংবার গোত্তা মারে বোসপুকুরে
লিফট বেয়ে ওঠা নামা করে কীটপতঙ্গ
আর ঘুষঘুষে জ্বর ব্যথা যখন
খালি গায়ে ভোলামন ও ভোলামন
কোথায় লতিয়ে উঠছ তুমি
- ধুস, কী যা তা বকে যাচ্ছ!
দুনিয়ার যে ভাষা-ভঙ্গিতেই বলি না কেন
আমি, ধরা পরে গেছি জাঁহাপনা
মহামায়া
আপনি দেবী, মহামায়া
ত্রিকাল দাপিয়ে বেড়ান তা ধিন ধিন ধিতাং ধিতাং
চুমু দি' আধখোলা চোখে
ট্রেকিং করতে ইচ্ছে করে পাঁজরের সুউচ্চ পাহাড়ে
আর ঝর্ণার জলে হাবুডুবু হাবুডুবু
উষ্ণ প্রস্রবণে প্রণাম করে কেউ কেউ
পান করে অমৃত, দেবী
ওরা তো জানে না, আমি রক্ত দেখতে পাই
অনুভব করি মাংস নেশা ব্যোম
আপনার আমার আমাদের সেই একা
পাপ পূণ্য জানি না জানি না
আমার দেহ কাঁপছে, নিশ্চয়ই টের পাচ্ছেন!
বোঝান ওদের আর আর আপনিও বুঝুন প্লিজ
আমি প্রমাণ দেখাতে পারবো না
কেবল নিমজ্জিত হতে পারি ... কান্নায়
যোনিকূণ্ডে সঁপে রেখেছি
প্রথম নৈবেদ্য
ভোগ করুন, সম্পূর্ণ দরজা খুলে...
সমন
এমনিই ফুটে আছে, ভুল
গন্ধ উড়েপুড়ে কোথায় যে যায়
একটা মেয়ে রাস্তা বসে আছে, বসেই আছে
পাহাড়ে, বৃষ্টি হব হব
আর কোন সে হরিয়ালি ছাতা খুঁজে পাওয়া যাচ্ছে না
এমনিই পা ছড়িয়ে এলিয়ে রয়েছে ওভারব্রীজ
তোমার নাম লেখা পতাকা
হাওয়ায় হাওয়ায় মিছিল
গুপ্তচর আসে, বাজে হুইসেল
কুয়াশা নাকি মেঘ!
এমন দ্বন্দ্বে পর্যটক আত্মীয় হয়ে ওঠে যখন
ভুল তখন
এমনিই ফুটে ফুটে থাকে

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন