![]() |
| কবিতার কালিমাটি ১৫১ |
যখন
রাত্রি নামল
(১)
রাতে শব্দের মাকড়সা এসে ঘুরে বেড়ায় ঘুমের চাদরে। কালচে ময়লা শিং থেকে খুলে পড়ে যায় জড়ানো সাদা রুমাল আর শিংদুটোয় কাঁপতে থাকে সোনালি রোদ্দুর
(২)
একহাতে কাঁচি অন্যহাতে আঠা নিয়ে আমরা হেঁটে চলেছি ক্যালেন্ডারের ওপর দিয়ে। হয়তো এভাবেই পৌঁছে যাব সাপলুডোর বোর্ডে যেখানে কোনও বিশ্রাম কক্ষ নেই
(৩)
আমার অন্ধকার ভালো লাগে। তাই আমার ছায়া আর আমার সামনে ভেসে বেড়ানো লাল বেলুনটা আমাকে ছেড়ে চলে যায় মাঝেমাঝে। অপেক্ষায় থাকি কখন আবার জেগে উঠবে কারাভাজ্জোর নতুন অন্ধকার
(৪)
তারপর সেই উথালপাথাল নিস্তব্ধতা। উভয়মুখী শ্রুতির সীমানা অতিক্রান্ত শব্দগুলো নড়ছে শরীরের ভিতরে

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন