কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সুপ্তশ্রী সোম

 

কবিতার কালিমাটি ১৫১


সম্পর্ক

ডানায় রৌদ্র এলো

অথচ এ আলোহীন কাল

একলা বিজনপুরে দাঁড়িয়ে রয়েছে

নিমগাছ

নিমপাতা তিক্ত কষায়

স্বাদু ব্যঞ্জন পাতে, বেড়ে দিল অন্য সময়

তবুও অরুচি হলো, নিমপাতা চাও মুঠো মুঠো?

 

আমি জানি, তুমিও তো ভালো করে জানো

নিম আর মধু কেন থাকে পাশাপাশি

 

শ্মশান ফেরত তুমি হাত ভরে

প্রদীপের তাপ তুলে নিও।

 

সম্পর্ক

আলো ঝুমঝুম বিকেল পেরিয়ে

সন্ধের ছায়া গাঢ় হয়ে নামলে

উঠোনের বুকের ভিতর প্রদীপের আলো জ্বলে ওঠে

অজগরের পাক থেকে বিবাগী জীবন

লাফ দিয়ে পালাতে চায়

দীঘির অতলে ডুব দিয়ে তুলে আনে মুঠোভর পদ্মবীজ

 

স্বপ্নের পদ্মবন ফুলে ফুলে ছয়লাপ

দীঘির জলে পাপ ধুয়ে জীবন এখন

দু মুঠো ভাত চায়

 

প্রদীপের আলোয় দুটি পাত পাশাপাশি

নির্জন শয্যায় জ্যোৎস্না সমর্পণের প্রতীক্ষায়

 

সম্পর্ক

দূরত্বেই থাকি বারোমাস

আমি পাহাড়ের দিকে এগোলে

তুমি সমুদ্রের দিকে যাও

আমার পায়ের তলায় পাহাড়ি পথ

নির্জন চঞ্চল ঝোরা

তুমি তপ্ত বলি, নুনের প্রাচীর

তোমার জন্য মৎস্যকন্যার লীলাখেলা

আমার জন্য বৈরাগ্য

আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে আরও

আমি দেখছি চন্দ্রমৌলি তুমি সাগরের উন্মত্ত ঢেউ

এসো, স্থির হও, অপেক্ষায় থাকুক সংসার

তুমি ঝড় হও

ভূলুণ্ঠিত হোক সব কিছু

আমি নদী হয়ে নেমে আসবো সমুদ্রেই

মহামিলনের আশায় আবার আমাদের

দ্বিরাগমন হোক।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন