কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

উদয় চট্টোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১৫১


ধন্য আমি

অতিক্রান্ত হয়ে গেছে জীবনের বিরাশি বছর –

কত সহস্র  রাত্রি সকাল পার হয়ে চলে গেছে নিজস্ব বিধানে,

কত সহস্র দিনের সূর্যরশ্মি অভিষিক্ত করেছে আমাকে,

কত সহস্র রাত্রির চাঁদ দিয়েছে অপার্থিব মেদুর স্পর্শ …

 

জীবনের ফুলবাগানে ফুটেছে অজস্র ফুল –

ফোটেনি অনেক, অকালেই মরে গেছে কিছু,;

জীবনের খেলাঘরে খেলেছি অনেক --

খেলার সাথীরা কেহ সুখ দিয়ে গেল, কেহ দিয়ে গেল দুখ,

আমারও ভূমিকা তাই – সুখ দুঃখ দেওয়া আর নেওয়া …

 

পৌঁছেছি জীবনের প্রান্তপথে –

অনিবার্য  নিয়মেই যবনিকা নামবে একদিন,

সে দিন সুদূর নয় – রয়েছি সংযত প্রস্তুত;

আসুক অনন্ত তমা –

শুধু জেনে যাব জীবনের আলোতে ধন্য হয়েছি একদিন …

 

দীপাবলি ২০২৫

জোনাকিমনের মতো দীপ টিপটিপ জ্বলে আর নেভে --

এ কোন মাটির প্রদীপ নয়, নয় মোমবাতি;

আধুনিক প্রযুক্তির কল্যাণে গ্রাম গঞ্জ শহর

                      ভরে গেছে এল ই ডির আলোয় --

তমসকে দূর করে দীপান্বিতার রাত্রিকে করতে আলোকোজ্জ্বল …

 

একে কি ধিক্কার দেব পুরনো ঐতিহ্যনাশী বলে?

একে কি স্বাগত জানাব নতুন যুগের আলোকবর্তিকা বলে?

এ মুহূর্তে দ্বিধাগ্রস্ত আমি –

হয়তো সুযোগ পাব কালের সরণি বেয়ে কোন এক সিদ্ধান্তে আসার --

 

আপাতত দেখে যাই আধুনিক জোনাকির এই জ্বলা আর নেভা …

 

আয় ঘুম

আমি নিদ্রা চাই – সুষুপ্তি – মহানিদ্রা নয়,

সে তো আসবেই –

অনিবার্য বাহুবন্ধনে তার একদিন ধরা দিতে হবে –-

রুমাল নাড়িয়ে চলে যেতে হবে আজকের অস্তিত্ব ছাড়িয়ে

কোন এক অজানা পাড়িতে –

 

সে নিদ্রা আসবেই –

ঘরে হোক, প্রান্তরে হোক, স্বদেশে প্রবাসে,

হাসপাতালের প্রেমহীন বেডে,

কিংবা লাশকাটা ঘরের শীতলতায় ---

 

সে নিদ্রা এখনি চাই না –

তার আগে ঘুমাতে চাই,

ঘুমাতে চাই একান্ত নির্ভরতায় – মায়ের কোলের মতো;

ঘুম ভেঙে উঠে পৃথিবীকে জানাতে চাই 

উঠেছি প্রস্তুত হয়ে নতুন উদ্যমে তোমার আহ্বানে সাড়া দিতে,

নিজেকে নিঙড়িয়ে মুচড়িয়ে

যথাসাধ্য শোধ করে যেতে তোমার অপরিশোধ্য ঋণ …

 

 

 

 

 

 

      

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন