কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১৫১


মেজাজের তান – ১

ফিরতি ডাকের সাজ

আড় ভেঙে

বসছে চাঁদমালায়

চুমকি চাঁদ

   চোখের ভুরু

ভুর ভুর করছে

           তান বাহারে।

 

ধনেখালির তাঁত

মাড়গন্ধ

আতরের গ্রাম

      ফিরতে মানা

     আকাশের দিকে

এরপরও

     পাতাঝরার গান!

 

হলুদ ওড়নায়

         ঢেকে রাখছে

লজ্জারঙ

          মেঘের সঙ্গম…

 

মেজাজের তান – ২

উড়তে জানে না

      তবু পালকের গল্প।

খেলা পাঁচঘরের

     চিলেকোঠার দানে

           ভরপেট সোনাটা।

 

রোদমুখে কয়েকটা

পাখির ডাক

বসলো

আলোর শীষ

বসলো

প্রিয় ওভেনে

    এখন আরেকটা

            বোবাকাহিনি

এঁকে চলেছে

       বিষুবরেখার চাঁদ…

 

মেজাজের তান – ৩

রামধনু ওল্টানো টান

পড়ে যাচ্ছে

       সূর্যের অস্ত থেকে।

 

বেজে ওঠা প্রণয়ের শ্বাস

সর্ষেরঙের ধুন

বনভোজের পাতায়

শুরু হলো

     শব জব্দ খেলা।

 

ক্রমিক সংখ্যার নীচে

শব্দরা

নিজের নাম উহ্য রেখে

একে একে

       ডেকে নিচ্ছে

হিমকাতর

প্রতিবিম্বের নিঝুমকে।

 

উনুনের পাশে নুন পান্তা

পাঁচঘড়া

সাজতে বসেছে

              আয়না ফেলে।

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন