কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সাম্য ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৪০


মধ্যবর্তী স্তব্ধতা

 

নিঃশ্বাস-ঢেউ-এর শব্দ আছড়ে পড়েছে সময়ের

উপকূলে।

মধ্যবর্তী স্তব্ধতায় ভ্রমণ।

কথাসমুদ্রের পাশে খোলা জানালা।

আলোর রুধিরে মগ্ন ঘরে

ঘাতকের সাথে ভোজনে মত্ত থাকার সময়

তোমাকে নজরে রেখেছিল যে বৃদ্ধ নাবিক

তার মাতাল নিরুদ্দেশের পথে

আমাদের হাঁটতে দাও।

 

বৃষ্টির  চিহ্নগুলো

 

স্তব্ধতাধ্বনি বেজে ওঠার পর

কথাপথে তুমি।

ভাবনাসাগরে তথ্য আর

বিজ্ঞাপনের জাহাজে

বসে আছো মৃত জামাই হয়ে

দাঁড় বেয়ে চলা বিধাতার।

জন্মআঁতুরে মেঘ। পোয়াতি চোখে

জন্মালো ব্যাধি হয়ে শুশ্রুষা–আলো।

 

চিহ্নে জেগেছে সৌদামিনী…

 

নীরব স্বরে

         

নিভে আসা          রোদ্দুর-চোখে

                 আত্মপাঠে

মগ্ন পাখি              উড়ে গেল

                শব্দঘোরে

 

 

পতন-নভে         মূর্ছাভোরে

                দেখা হবে

            তোমার সাথে

                

 

কথা হবে            সর্বনাশে

নীরব স্বরে           ঝড়ের বেগে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন