কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১৪০


স্বপ্নপ্রলেপ

 

মারিয়ানা খাত বুকে নিয়ে এক যুগের উপর চলছে

যন্ত্রণা পর্ব লিখতে লিখতে বয়স বেড়ে গেল

তোমার-আমার

যেখানে যতটুকু লজ্জার ঘোর ছিল

শোক ততোধিক,

চাপা আছে এই ভালো

থাক্‌ আশ্বিনের মোড়কে সব

চোখের স্বপ্নপ্রলেপ দিয়ে রাখি সেসবের ওপরে

 

জিরো আওয়ার

 

(১)

 

জিরো আওয়ার

 

শুভ নাকি অশুভ-

 

সংকেত গুলিয়ে যায়, ভেতরটাও…

সেই ঝাঁঝরা বুক কবে থেকে অশ্বিনী রাত জাগে

ছিটেবেড়ার বাইরে জন্মানো শ্যাওলার জন্য রোদজল অফুরান…

হাতে লেগেছে কয়লাকুচি

আকাশছোঁয়া জমির দাম!

আঙুলের গণনায় বাঁচে শুধু রামনাম।

 

(২)

 

দেউটি জ্বলে লাল চাঁদের

পড়ন্ত ভাদ্রের সোয়া কাঠি দূরত্বে শরতের সামিয়ানা

 

ঘুমভাঙা শিকগুলো

শক্ত হয়ে নেই আর- এটুকুই ধরতাই

চুমকুড়ি দিতে আসা বৃষ্টিকণা লেগে গাল ভিজে যায়

ভাবি

এই ভাদ্রও তোমার দখলেই গেল, শরৎও যাবে

রাতজাগা তারই হয়রানি

 

স্পষ্ট হয় সব

 

দূরে ঘড়ির ঢং শব্দে বেজে উঠল-জিরো আওয়ার।

 

(৩)  

 

উধাও সেই থেকে

বিষুব জলের অবরোহে ভেসে যায়

গোপন ইচ্ছের দরপত্র

 

দূর ছাই’ বললেও আক্ষেপ পূর্ণ না হয় তাতে

 

রাগ উপুড় করছি সামনেটা আর

আলো নিভে যাচ্ছে ভেতর ভেতর,

যেভাবে গ্যারেজে হেডলাইট

আলগোছে নেভায় নিজেকে

 

মিথ্যে আশার বাণিজ্য ছেড়েছি যবে

অর্ধেক সন্তাপ দাওয়া থেকেই উধাও সেই থেকে...!

 


2 কমেন্টস্:

  1. জিরো আওয়ার কবিতাটি , গুচ্ছ কবিতা মনে হলেও নানান দিকের গতিমুখকে বড় সুন্দর ভাবে মিলিয়েছে সেই চেনা জলের ধারায়।
    অনেক টা ভাবতে হলো সীমানায় পৌঁছাতে।

    উত্তরমুছুন