কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নভেরা হোসেন

 

কবিতার কালিমাটি ১৩৮


মেট্রোর জানালায়


তোমাকে প্রথম দেখি মেট্রোর জানালায়

দুর্বিনীত চোখে, শ্যাওলা রঙের পোশাকে

টি.এস.সির স্টেশনে নেমে গেলে

একঝাঁক শ্বেত পায়রা

গোলাপী বোতাম পকেটে

এখানে সেখানে ধুতরাফুল

রাজনীতির অন্ধ অলিগলি

নাগরিক ত্রিভুজ আয়নায়

শেলবিদ্ধ তরুণ যুবক

হাতে মেনুফেস্টো

চিন্তাগুলো সব গোলমাল হয়ে গেল

উপরে থেকে চাপানো আচকান

ভেতর থেকে নিষিদ্ধ বুলেট

এমন অস্থির সময়ে

একটা পাথর এসে ভেঙে দিল

সবুজ ঘাসে ঢাকা মসৃণ পথ।


মন খারাপ


তোমার মন খারাপের কি শেষ আছে?

দরজা-জানালায় লোহার কপাট

একটা গুলি এসে ফ্রিজ হয়ে গেল

মেট্রোর জানালায়

বিহারী পল্লীর গলি-খুপচিতে

আশুরার মাতম

তেহারির ঝাঁঝালো গন্ধ

সরিষার তেলে ভাজা মুরগীর ঠ্যাং

সারি সারি স্ট্রিট ফুড

বিচ্ছিন্ন গুলির শব্দ

জানালায় দূরবীন চোখ

তোমার মন খারাপের কি শেষ আছে?

ঝুল বারান্দায় মধুমঞ্জুরি

ধোঁয়ায় আচ্ছন্ন ভোরের আকাশ

বিষণ্ণ সবুপত্র

তোমার মন খারাপের কি শেষ আছে?

একটা ভো চিৎকার দিয়ে

কোন পাতালে?

তোমার মন খারাপের কি শেষ আছে?

ম্যাজেন্টা দুপুর

ধূসর বিকাল


পিত রঙের হুক


তোমার ছায়া ঝুলে আছে

পিত রঙের হুকে

ভেতরের কল-কব্জা, সুঁতোয় বাঁধা নাটাই

জল-তরঙ্গে উড্ডিয়মান

একালে সিনথেটিক গৃহসজ্জা

জানালায় উড়ছে রেশমী ঝালর

রেস্তোরাঁর প্রবেশপথে ডিজিটাল অভ্যর্থনা

সারা ঘুরজুড়ে মেঘের আনাগোনা

আয়রন করা চুলের খোপায়

একগুচ্ছ রঙ্গন

বাতাসের গতি এখানে দ্বন্দ্ব মুখর

মানুষের মনে অবিশ্বাস-সন্দেহের দোলাচাল

স্রোত কেটে কেটে মাঝ-দরিয়ায়

এপারে নীল আসমান

ওপারে কাঁটাঝোপ পাতাঝাজি

সাঁতরে পার হও পুলাসিরাত

রাত তবু কাটেনাতো

বাদবাকি শখের গোসল

কফিনে গাঁথা গোলাপের ঝাড়

চোখে নির্ঘুম রাত্রি



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন