কবিতার কালিমাটি ১০৪ |
ইহ জীবন
বিপ্লব
একটু কিছু অন্য চাই
রংএর সাথে দিনেরও
বদল,
একটু কিছু অন্য
চাই
পুঁজিবাদীর
লাল ফসল।
আরো কত রক্ত
ঝরলে
বিপ্লব ছোঁবে
ঠান্ডা ঘরে
আরো কত মানুষ
মরলে
চারু আসবে আবার
ফিরে।
প্রেম
বিষাদ আমার ভোগ্যবস্তু
স্বপ্নেরা মুক্তিযোদ্ধা,
শক্তি বলতে
একদিন তুই ছিলিস
তারপর থেকে
ঘুম পাড়ায় রাতজাগা শরীরের বিচ্ছিন্নতা।
স্বঘোষিত প্রেম
মরীচিকা প্রায়
অলীক পটে চিত্রযাপন,
সত্যি বলছি
প্রেম বলে কিছু হয়না
সত্যি বলতে
শুধু ছিল তোর হাসি ভেজা আমার শ্রাবণ।
চোখের মধ্যে
বিরাট পৃথিবী
গভীরতা ছড়ায়
মাধ্যাকর্ষণ,
স্বঘোষিত যেহেতু
সত্যি হবেনা
সত্যি শুধুই
আজ স্মৃতিদের আন্দোলন।
প্রতিবর্ত চক্র
পথ চলার সর্বনাম, হঠাৎ কিছু যযাতিদের ভিড়ে দ্রাঘিমার সাথে সঙ্গম, অবাধ আনন্দ আর কিছু ভয় মিশ্রিত উত্তেজনা নিয়ে আকাশ পানের পিয়াসী মেলুহাদের সাথে সখ্যতা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে পৃথিবী ক্রমশ, মেঘ-মল্লারদের সাথে পাড়ি দেওয়া তো শৃঙ্গ-রসের সন্ধানেই, ক্ষীণ হয়ে আসছে আঁতাত মৌতাতদের সাথে, দ্বিপাক্ষিক সাংখ্য-তত্ত্ব কি তবে সত্যিই ম্লান করে দেবে শব্দ-যুদ্ধের আড়ম্বর কে ? সহজাতরা শেষ অবধি মাথা নত করবে অশনি-সংকেতের ছন্দপতনে?
না, যতদিন বাঁচা
যায়, সেই একটা পরিচয় নিয়েই বাঁচা ভাল। পথ চলা ভাল শব্দ-যুদ্ধের সর্বনাম হয়ে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন