কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৪ মার্চ, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ৮৮  


এবছর গত ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আমরা জামশেদপুরে আয়োজন করেছিলাম বিভিন্ন ভাষাভাষী মানুষের সমবেত সম্মেলন। আমরা এই আয়োজন করেছিলাম জামশেদপুরের সংগঠন ‘মুক্তমঞ্চ’র সৌজন্যে। ইস্পাতনগরী জামশেদপুরে শুধুমাত্র লৌহ ও ইস্পাতের কারখানাই নয়, বরং আরও অজস্র শিল্প কারখানা আছে। এইসব কারখানায় স্বাভাবিক কারণেই কর্মসূত্রে সমবেত হয়েছেন সারা ভারতের বিভিন্ন ভাষাভাষীর মানুষ। আবার বৃহৎ শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা। এরই পাশাপাশি বিস্তার লাভ করেছে বিভিন্ন ব্যবসা ও বাণিজ্যের স্তর ও পর্যায়। রুটি রুজির তাগিদে এভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভিন্ন ভিন্ন শিল্প শহরে ও বাণিজ্য কেন্দ্রে সব সময়ই বসতি স্থাপন করেছে। এবং যখন এসেছে, সঙ্গে নিয়ে এসেছে নিজের নিজের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলা। সবাই সবকিছু নিয়ে এসেছেন, কিন্তু কারও সঙ্গে কারওর বৈশিষ্ট্য  মিলেমিশে যায়নি। প্রত্যেকেই নিজস্বতা বজায় রেখে এবং পারস্পরিক বিনিময়মূলক আদান প্রদানে শান্তিপূর্ণ সহাবস্থান করে থেকেছে। আবার যেসব গ্রাম শহরকে কেন্দ্র করে এইসব শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়েছে, সেইসব স্থানের ক্ষেত্রসীমার স্থায়ী বসবাসকারী মানুষজনেরা তাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলা বহন করে এসেছে। বহিরাগত মানুষেরা সেইসব স্থায়ী বাসিন্দাদের সঙ্গেও মিলিত হয়েছে। এবং এভাবেই ভারতীয় সভ্যতার যে চিরকালী ভাবনা ও বৈশিষ্ট্য অর্থাৎ বিবিধতার মাঝে ঐক্য, তা অক্ষুণ্ণ রেখেছে।

জামশেদপুরের ‘মুক্তমঞ্চ’র স্থাপনাও এই ভাবনাকে কেন্দ্র করে সম্ভব হয়েছিল। ২০১৯ সালের ২১শে ফেব্রুয়ারী থেকে যাত্রা শুরু। মূলত বাংলা ভাষা শহীদ দিবস রূপেই দিনটি পালিত হয়েছিল। কিন্তু ২০২০ সালে তার পরিসর আরও বিস্তৃত করে ২১শে ফেব্রুয়ারীর দিনটি পালিত হয়েছিল বিভিন্ন ভাষাভাষী মানুষের  সমবেত যোগদানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে। অনুরূপভাবে এবছরও দিনটি আমরা উদযাপন করেছি বিভিন্ন ভাষাভাষী মানুষের মাতৃভাষা দিবস রূপে। বাংলা, হিন্দী, ভোজপুরি, সাঁওতালি, হো, কুরমালি, অসমীয়া, তামিল, পাঞ্জাবী, গুজরাটি, উড়িয়া ভাষায় কবিতা পঠিত হয়েছে, বক্তৃতা হয়েছে, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়েছে।

প্রসঙ্গত আমরা আবার স্মরণ করি, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকা শহরে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষা আন্দোলনের শহীদদের কথা। ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে মিছিল করেছিলেন বাংলা ভাষাকে দেশের রাষ্ট্রভাষা রূপে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে। কিন্তু রাষ্ট্রশক্তি সেই মিছিলের ওপর গুলি চালায়। মৃত্যু হয় আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমান ছাড়াও আরও অনেকের। আহত হয়েছিলেন শতাধিক। এঁরা সবাই শহীদ হয়েছিলেন বাংলাভাষাকে ভালোবেসে। আমরা তাঁদের স্মৃতির উদ্দেশ্যে জানাই প্রণাম ও শ্রদ্ধা।  

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

 

দূরভাষ যোগাযোগ : 9835544675

 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন