কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

<<<< সম্পাদকীয় >>>>




কালিমাটি অনলাইন / ৭৩






ঝাড়খন্ড রাজ্যে প্রথম লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়েছিল ধানবাদে, গত বছর অর্থাৎ ২০১৮ সালের জুন মাসে। এবছর ছিল মেলার দ্বিতীয় বছর। গত ৮ই নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত। ধানবাদের শতাব্দী প্রাচীন লিন্ডসে ক্লাবের সহযোগিতায় ক্লাবেরই মঞ্চ ও মাঠে বসেছিল মেলার আসর। শুধু বাংলা লিটল ম্যাগাজিন নয়, মেলায় উপস্থিত ছিল হিন্দী, সাঁওতালি, কুড়মালি, খোট্টা ইত্যাদি বিভিন্ন ভাষায় প্রকাশিত লিটল ম্যাগাজিন। যদিও এই মেলাকে ‘বহির্বঙ্গ লিটল ম্যাগাজিন মেলা’ শিরোনামে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু বহির্বঙ্গের পাশাপাশি মূল বঙ্গেরও অনেক লিটল ম্যাগাজিন মেলায় যোগদান করেছিল। তবে একথা স্বীকার করতেই হয় যে, গত বছরের তুলনায় এ বছর মেলা ছিল অনেকটাই নিষ্প্রভ, যদিও সংগঠকদের নিষ্ঠা, আন্তরিকতা ও চেষ্টার কোনো ত্রুটি ছিল না। অবশ্য এ বছর পূর্ব ঘোষণা অনুযায়ী মেলার শেষ দিনে অনেক আলাপ আলোচনার পর গঠন করা হলো ‘বহির্বঙ্গ লিটল ম্যাগাজিন ফোরাম’, যার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে প্রায় সবাই সহমত পোষণ করেন। আগামী বছর থেকে ধানবাদে বহির্বঙ্গ লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করবে ‘ফোরাম’। এবং এই উদ্দেশ্যে একটি কার্যকারিণী সমিতিও গঠন করা হয়, সেইসঙ্গে বঙ্গ-বহির্বঙ্গ নির্বিশেষে উপস্থিত সব লিটল ম্যাগাজিনের সম্পাদকদের সাধারণ সদস্য হিসেবে সমিতির অন্তর্ভুক্ত করা হয়। লিটল ম্যাগাজিন মেলার পাশাপাশি ‘ফোরাম’এর দায়িত্ব থাকবে বিভিন্ন সাহিত্য ও ভাষা কেন্দ্রিক আলোচনা সভা, সেমিনার এবং লিটল ম্যাগাজিনের স্বার্থে আরও কিছু অনুষ্ঠান  ও কাজ। এছাড়া যেসব লিটল ম্যাগাজিন বিভিন্ন সমস্যার কারণে প্রকাশনা অব্যাহত রাখতে অপারগ, সেইসব লিটল ম্যাগাজিনের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াও ফোরামের নৈতিক দায়িত্ব। আশা করা যেতে পারে, ফোরাম তার দায়িত্ব ও কর্তব্যে আন্তরিক থাকার চেষ্টা করবে।   


আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : 
kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com 

দূরভাষ যোগাযোগ :           
08789040217 / 09835544675 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002,  Jharkhand, India.

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন