কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

নীলাব্জ চক্রবর্তী




ধাতু ও রূপ

ফ্রেম বলতে বলতে
লেবুঘাসে আটকে যাওয়া মাংসল চোখ
বাষ্পের ভেতর
এক গান
আস্তিন অবধি যত দূর
গলে যাওয়া লেন্স পড়ে থাকে
যে মনের অন্যদিকে
কাঁচ বলতে বলতে
একটা কাগজের ওপর রাখা
কার দিন কার ব্যবহার
একটা নন-লিনিয়ার সকাল করেছে
অস্পষ্ট একটা শীতলতায়
সমস্ত সেপ্টেম্বর জুড়ে
ঝরে যাওয়া গম্ একটি ধাতু ছিল...


জ্যামিতিবিষয়ক

বোঁটা খুলে
ফিরে যাওয়া বাদামী রঙের দিনে
কোথাও কবিতা নেই
দেখি
চোখে এসে পড়ছে
ভাঙা ভাঙা ভাষার আদল
স্বাধীন যে বর্ণের গায়ে
শান্ত
স্থির ভ্যালেনটিনায়
ফেলে আসা ত্রিভুজ ও এক তীব্র মধ্যমা
কারো আঙুলে ভুলে যাওয়া
খুব স্নায়ু করছে...


অপরিচিতায়

সারাদিন
চোখের ভেতর কার চোখ ফেলে
মনের বাইরে
খালি খালি
একটা সিনেমার মধ্যে যেন
অবশ হই আর
অতিক্রম করে যাই একজন গানভাঙা সময়
কেউ তবে বিবাহিত গাছ
তার নাক রঙের ফুল লেখা
এবড়ো খেবড়ো হরফে
আঙুল ঘষে ঘষে
অপরিচিতায়
তামারঙের খুব বিশ্বাস উড়তে
রেখাটি সরল হয়ে চলে যাওয়া কবিতার দূর
কাঁচ অবধি
এই স্নায়ু এক দৃশ্য হলো...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন